shono
Advertisement

গড়াপেটার প্রমাণ মেলেনি, ২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা

বৃহ্স্পতিবারই সঙ্গাকারাকে ১০ ঘণ্টার ম্যারাথন জেরা করে পুলিশ। The post গড়াপেটার প্রমাণ মেলেনি, ২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:09 PM Jul 03, 2020Updated: 04:32 PM Jul 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ফিক্সিংয়ের অভিযোগে হুলুস্থুল কাণ্ড শ্রীলঙ্কায়। অবশেষে যাবতীয় জল্পনায় জল ঢেলে তদন্ত বন্ধ করল দ্বীপরাষ্ট্রের ক্রীড়ামন্ত্রকের নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল। বৃহস্পতিবার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারাকে (Kumara Sangakkara) ১০ ঘণ্টার ম্যারাথন জেরা করেছে দ্বীপরাষ্ট্রের পুলিশ। এবার শুক্রবার তাঁর সতীর্থ শ্রীলঙ্কার আরেক কিংবদন্তী ক্রিকেটার মাহেলা জয়বর্ধনেকে (Mahela Jayawardena) জেরা করার জন্য ডাকে পুলিশ। এদিন জয়বর্ধনে সে দেশের ক্রীড়ামন্ত্রকের বিশেষ তদন্তকারী দলের কাছে নিজের বয়ান রেকর্ড করান। বিশ্বকাপের রানার্স দল শ্রীলঙ্কার সহ-অধিনায়ক ছিলেন জয়বর্ধনে। সেইসঙ্গে ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরানও করেছিলেন তিনি। তাঁর বয়ান রেকর্ডের পর তদন্তকারী দল জানিয়ে দেয়, কোনও ক্রিকেটারের বয়ানে অসঙ্গতি মেলেনি। তথ্যপ্রমাণের অভাবে তাই তদন্ত প্রক্রিয়া বন্ধ করা হল।

Advertisement

ঘটনাচক্রে এই তদন্ত প্রক্রিয়ায় উপুল থারাঙ্গা, অরবিন্দ ডি সিলভা, কুমার সঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনেকে জেরা করে পুলিশ। বিশেষ তদন্তকারী দলের প্রধান জগত ফনসেকা জানিয়েছেন, ক্রিকেটারদের বয়ানে কোনও অসঙ্গতি মেলেনি। ঘটনাচক্রেই শ্রীলঙ্কা সেই ম্যাচ হেরেছিল। এর নেপথ্যে কোনও গড়াপেটার কারণ নেই। তদন্তের রিপোর্ট ক্রীড়ামন্ত্রকের সচিবের কাছে জমা করেছেন ফনসেকা। প্রসঙ্গত, প্রাক্তন অধিনায়ক সঙ্গাকারা-সহ দেশের কিংবদন্তী ক্রিকেটারদের ম্যারাথন জেরা করার ঘটনায় শ্রীলঙ্কার ব্যাপক শোরগোল পড়ে যায়। ক্রিকেট ভক্তরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখান। চাপে পড়েই তদন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে ক্রীড়ামন্ত্রক, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ২০১১ সালের বিশ্বকাপ ভারতকে বিক্রি করেছিল শ্রীলঙ্কা! বিস্ফোরক প্রাক্তন ক্রীড়ামন্ত্রী]

ঘটনার সূত্রপাত হয় কিছুদিন আগে। শ্রীলঙ্কার ক্রিকেটাররা নাকি সেই ম্যাচ ইচ্ছাকৃত হেরেছিলেন ধোনিদের কাছে। এমনই বিস্ফোরক অভিযোগ ক্রিকেট দুনিয়া নাড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ অতুলগামাগে। প্রাক্তন মন্ত্রীর এমন বিস্ফোরক অভিযোগে নড়েচড়ে বসে সে দেশের ক্রিকেট বোর্ড। এমনকি অতুলগামাগের অভিযোগের প্রতিবাদে সরব হন দুই কিংবদন্তী এবং সেই ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা দলের সদস্য কুমার সঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে । তাঁরা পালটা প্রাক্তন মন্ত্রীকে হুঁশিয়ারি দেন, অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিন। এরপর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় সে দেশের ক্রীড়ামন্ত্রক। গঠন হয় বিশেষ তদন্তকারী দলের।

[আরও পড়ুন: সত্যিই কি ‘বিক্রি’ হয়ে গিয়েছিল ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ? শুরু হল তদন্ত]

The post গড়াপেটার প্রমাণ মেলেনি, ২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement