shono
Advertisement
Lok Sabha Poll

লোকসভায় কত আসন পাবে বিজেপি? চমকে দেওয়া উত্তর মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর

একাধিক কারণে গোটা পৃথিবীতে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে, বলছেন ইয়ান ব্রেমার।
Published By: Kishore GhoshPosted: 07:55 PM May 22, 2024Updated: 08:23 PM May 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচদফা শেষে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, চলতি লোকসভা ভোটে আশানুরূপ ফল করবে না বিজেপি (BJP)। সমর্থন কমছে বুঝেই প্রচারে মেরুকরণের রাজনীতিতে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ (PM Narendra Modi) গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। যদিও পৃথিবী বিখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমার (Ian Bremmer) সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যদ্বানী করলেন। তিনি জানালেন, চলতি লোকসভা নির্বাচনে ৩০৫ কিংবা তার বেশি আসনে জিততে চলেছে বিজেপি।

Advertisement

গবেষণা সংস্থা 'ইউরেশি' গ্রুপের প্রতিষ্ঠাতা মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক পরামর্শদাতা ইয়ান ব্রেমার। সম্প্রতি এনডিটিভিকে সাক্ষাৎকারে তিনি জানান, চলতি নির্বাচনে ২৯৫ থেকে ৩১৫ আসন অবধি পেতে পারে বিজেপি। ২০১৪ লোকসভা ভোটে বিজেপি একা ২৮২ আসনে জয়ী হয়েছিল। এনডিএ জোট পেয়েছিল ৩৩৬ আসন। গত লোকসভা ভোট ২০১৯-এ বিজেপি একাই পায় ৩০৩ আসন। এনডিএ জোট জিতেছিল ৩৫৩ আসন। ইয়ানের ভবিষ্যদ্বানী যদি মিলে যায়, তবে গেরুয়া জোটের আসন সংখ্যা ৪০০ ডিঙিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ক্ষমতায় এসে সংবিধানে বড় বদল আনতে পারে মোদি সরকার, আশঙ্কা বিরোধী দলগুলি এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।

 

[আরও পড়ুন: শাহ-যোগী ‘বিভেদ’ উসকে দেওয়ার কৌশল, দিল্লি জয়ে নয়া চাল কেজরির

সাক্ষাৎকারে ইয়ান বলেছেন, গোটা বিশ্বের প্রেক্ষিতে কেবলমাত্র ভারতের নির্বাচনকে মনে হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখবে। বাকি সব কিছুই সমস্যাদীর্ণ। আমেরিকাতে ক্ষমতা বদলের সমূহ সম্ভাবনা। সেখানে নির্বাচন হবে নভেম্বর মাসে। বাইডেনের বিদায়ের সম্ভবনা প্রবল, ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন, একাধিক কারণে গোটা পৃথিবীতেই ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা তথা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। মনে হচ্ছে, ভবিষ্যতে বিশ্বায়ন সেই পথে হাঁটবে না, যার ফলে সুবিধা হতে পারত মাল্টি ন্যাশানাল সংস্থাগুলির। আমেরিকা-চিন কূটনৈতিক সম্পর্ক এক্ষেত্র বড় ভূমিকা নিতে পারে। তবে ভারতে শাসন ক্ষমতায় মোদিই ফিরছেন বলে দাবি ইয়ান এবং তাঁর বিশেষজ্ঞ সংস্থার।

 

[আরও পড়ুন: ধর্মীয় লাইনে প্রচার নয়, পাঁচ দফা ভোটের পর বিজেপিকে নির্দেশ কমিশনের, সতর্কবার্তা কংগ্রেসকেও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গবেষণা সংস্থা ইউরেশি গ্রুপের প্রতিষ্ঠাতা মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক পরামর্শদাতা ইয়ান ব্রেমার।
  • গত লোকসভা ভোট অর্থাৎ ২০১৯ সালে বিজেপি একাই পায় ৩০৩ আসন।
Advertisement