shono
Advertisement
WB By-Elections

উপনির্বাচনেও বাম-কংগ্রেস জোট, হাত শিবিরকে ১ আসন ছেড়ে প্রার্থী ঘোষণা সেলিমদের

মানিকতলায় তৃণমূলের বিরুদ্ধে জোটের প্রার্থী কে? কংগ্রেসকেই বা ছাড়া হল কোন আসন? বামফ্রন্টের বৈঠকের পর বিস্তারিত জানাল নেতৃত্ব।
Published By: Sucheta SenguptaPosted: 07:18 PM Jun 14, 2024Updated: 01:41 PM Jun 15, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্য়ায়: রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনেও জোট বাম-কংগ্রেসের। শুক্রবার বামফ্রন্টের বৈঠকে ৪ টি কেন্দ্রের প্রার্থী ঠিক করল ফ্রন্ট নেতৃত্ব। মানিকতলায় লড়বেন সিপিএমের রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস। বাগদায় লড়ছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস। রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছেড়েছে বামফ্রন্ট। আগামী ১০ জুলাই রাজ্যের এই চার কেন্দ্রে উপনির্বাচন। শাসকদলের তরফে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার বামেরাও প্রার্থী ঠিক করে ফেললেন। রায়গঞ্জ আসন থেকে কংগ্রেস কাকে প্রার্থী করবে, তা ২১ জুন কংগ্রেসের বৈঠকের পর সিদ্ধান্ত হবে বলে সূত্রের খবর। 

Advertisement

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) ফলাফলে রাজ্যের বহু আসন থেকেই বিধায়করা জিতে সংসদে যাওয়ার ফলে তা আপাতত বিধায়ক শূন্য। ফলে উপনির্বাচন (WB By-Election) অবশ্যম্ভাবীই ছিল। ১০ জুলাই চার আসন - মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় উপনির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। তার পর প্রার্থী ঘোষণা করতে বেশি সময় নেয়নি শাসকদল তৃণমূল (TMC)।  চমক দিয়ে বাগদা আসনে ঠাকুর পরিবারের কনিষ্ঠ সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে শাসক শিবির। তিনি রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে। এবার মধুপর্ণার বিরুদ্ধে বাগদা আসনে লড়বেন ফরওয়ার্ড ব্লকের গৌরদীপ্ত বিশ্বাস।

বাগদার ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস।

[আরও পড়ুন: ‘চুপ করে বসে থাকব না’, ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যের রিপোর্ট না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল]

লোকসভা নির্বাচনে বাংলার ৪২ আসনে বামেদের প্রাপ্তি একেবারে শূন্য। কংগ্রেস জিতেছে শুধু মালদহ দক্ষিণ আসনে। এই অবস্থায় রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছেড়ে বাকি তিন বিধানসভা উপনির্বাচনে নিজেরাই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। রায়গঞ্জ আসনের বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী। তিনি বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দেন। এবারের লোকসভা ভোটে প্রার্থী হওয়ার পর কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। উপনির্বাচনে আবার তিনিই তৃণমূলের প্রার্থী। তবে রায়গঞ্জ কংগ্রেসের বহু পুরনো ঘাঁটি, প্রিয়রঞ্জন দাশমুন্সির দৌলতে। এবারের উপনির্বাচনে ফের নিজেদের সেই গড় উদ্ধারের রাস্তা তৈরি হল কংগ্রেসের কাছে।

[আরও পড়ুন: হারিয়ে গিয়েছে শিনা বোরার দেহাবশেষ! আদালতে আইনজীবীর দাবি ঘিরে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ফের বাম-কংগ্রেস জোট।
  • রায়গঞ্জ আসনটি ছাড়া হল কংগ্রেসকে।
Advertisement