shono
Advertisement

Breaking News

জড়িয়েছিলেন কন্ডোম বিতর্কে, এবার শিবলিঙ্গে পুজো দিয়েই ভোট প্রচারে সায়নী

শিবলিঙ্গে পুজো দিয়েই ভোটপ্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তাঁর লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের মঙ্গল কামনায় পুজো বলেই জানান তারকা প্রার্থী। অতীতের সেই বিতর্ককে মাথায় রেখেই কি শিবলিঙ্গে পুজো?
Posted: 01:31 PM Mar 23, 2024Updated: 01:58 PM Mar 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবলিঙ্গে কন্ডোম পরানোর ছবি X হ্যান্ডেলে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সায়নী ঘোষ। তার প্রায় কেটে গিয়েছে ৯ বছর। এবার শিবলিঙ্গে পুজো দিয়েই ভোটপ্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তাঁর লোকসভা কেন্দ্রের (2024 Lok Sabha Election) বাসিন্দাদের মঙ্গল কামনায় পুজো বলেই জানান তারকা প্রার্থী। অতীতের সেই বিতর্ককে মাথায় রেখেই কি শিবলিঙ্গে পুজো দিয়ে ভোটপ্রচার, উঠছে প্রশ্ন। যদিও সে প্রসঙ্গে একটিও উত্তর দেননি সায়নী।

Advertisement

শনিবার সকালে রাজপুর-সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় প্রচার করেন সায়নী ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম-সহ অনেকেই। শিবলিঙ্গে পুজো দিয়ে সায়নীর (Saayoni Ghosh) প্রচার নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে চর্চা। অনেকেরই সেই ২০১৫ সালের পুরনো পোস্টের কথা মনে পড়ছে। ওই পোস্টে দেখা গিয়েছিল শিবলিঙ্গে কন্ডোম পরাচ্ছেন এক মহিলা। তিনি এইডস সচেতনতার ম্যাসকট বুলাদি, তা স্পষ্ট। ওই ছবিতে লেখা ছিল, ‘বুলাদির শিবরাত্রি’। ক্যাপশনে লেখা ছিল, “এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর।” ওই পোস্টের জেরে সায়নীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। যদিও সায়নী দাবি করেন, কেউ হ্যাক করে ওই পোস্ট করেছে। পরে যদিও পোস্টটি ডিলিট করা হয়। তবে তা সত্ত্বেও শিবলিঙ্গে কন্ডোম বিতর্ক যেন পিছু ছাড়েনি সায়নীর। সুযোগ পেলেই একই ইস্যুতে তাঁকে তোপ দেগেছেন বিরোধীরা। প্রশ্ন উঠছে, সেই বিতর্ককে মাথায় রেখেই কি শিবলিঙ্গে পুজো দিলেন সায়নী। যদিও সে প্রসঙ্গে কিছু বলেননি তিনি।

[আরও পড়ুন: লাল ট্রলিব্যাগ চুঁইয়ে পড়ছে রক্ত! চেন খুলতেই বেরিয়ে এল দেহ]

যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সিপিএমের হয়ে লড়ছেন সৃজন ভট্টাচার্য। তাঁদের বিপরীতে তৃণমূলের সৈনিক সায়নী ঘোষ। কোমর বেঁধে প্রচার করছেন তৃণমূলের তারকা প্রার্থী। তাঁর প্রচারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখের পড়ার মতো। যাদবপুরের তারকা প্রার্থীর গলাতেও এদিন শোনা যায় ‘দিদি গ্যারান্টি’র কথা। বলেন, ‘‘এই ভোটটা সরাসরি দিদি বনাম মোদির। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জন্যই তৃণমূলকে ভোট দেবেন। আমাদের লড়াই বিভেদকামী এবং বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বাংলার মানুষও সেই লড়াই করছেন। এ রাজ্যে মোদীর গ্যারান্টি বলে কিছু নেই। শুধু দিদির গ্যারান্টি আছে।’’

[আরও পড়ুন: চলছে গুলি, লুটিয়ে পড়ছে রক্তাক্ত মানুষ! দেখুন মস্কোয় হাড়হিম করা জঙ্গি হামলার ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement