-
- ফটো গ্যালারি
- এক নজরে
- 21 july tmc shahid diwas tolly celebs white style statement while dev in black shirt
একুশের ব়্যাম্পে শ্বেতশুভ্র সাজে রাজ-শ্রাবন্তী-জুন, 'শো স্টপার' ব্যতিক্রমী দেব! কারা নজর কাড়লেন?
'ফ্যাশন মিটারে' আভিজাত্য আর রুচির মেলবন্ধনে নজর কাড়লেন যাঁরা। দেখুন অ্যালবাম।
Tap to expand
রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড়ে প্রতিবারের মতো এবারেও একুশের মঞ্চে নজর কাড়ল তারকা সমাবেশ। মুখ্যমন্ত্রীর ডাকে সেলেবদের ‘ফুল অ্যাটেন্ডেস’। টলিপাড়ার কোন তারকারা এলেন? (ছবি- পিন্টু প্রধান)
Tap to expand
শ্বেতশুভ্র সাজে বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মেদিনীপুরের নতুন সাংসদ জুন মালিয়া, বিধায়ক লাভলি মৈত্র, 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডু, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। 'ফ্যাশন মিটারে' দশে দশ শ্রাবন্তী। চিকনকারি কাজের ওড়না আর কালো রোদচশমায় বিশেষ করে নজর কাড়লেন শ্রাবন্তী। (ছবি- পিন্টু প্রধান)
Tap to expand
রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ঘিয়ে রঙের শাড়িতে। হালকা লিপস্টিক। মুক্তোর কানের দুলে সাজপোশাকে রুচির পরিচয় দিলেন হুগলির ‘দিদি নম্বর ওয়ান’। তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল লাল পার সাদা প্রিন্টেড হ্যান্ডলুম শাড়িতে। শ্বেতশুভ্র সাজপোশাকে আলাদা করে নজর কাড়লেন দেব-জিতর অভিনেত্রী। (ছবি- পিন্টু প্রধান)
Tap to expand
রাজনীতির ফ্যাশন মানেই যে সাদা, সেই সংজ্ঞা বদলে দিয়ে 'শো স্টপার' দেব। পরনে তাঁর কালো টিশার্ট, প্যান্ট। চোখে রোদচশমা। (ছবি- পিন্টু প্রধান)
Tap to expand
শুটিংয়ের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে এলেন ঘাটালের তারকা সাংসদ দেব। একুশের মঞ্চেই অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাতে মুগ্ধ তৃণমূলের সুপারস্টার সাংসদ। (ছবি- পিন্টু প্রধান)
Tap to expand
একুশের মঞ্চে দেখা গেল লোকসভা ভোটে বহরমপুরের পিচের সুপারস্টার খিলাড়ি ইউসুফ পাঠানকেও। সাদা পাঞ্জাবি, পাজামায় ধরা দিলেন প্রাক্তন ক্রিকেটারকে। প্যাস্টেল শেডের হালকা রঙের কুর্তা-পাজামায় কীর্তি আজাদ। ফ্রেমে সুবোধ সরকার, শুভাপ্রসন্নরাও। (ছবি- পিন্টু প্রধান)
Tap to expand
একুশের ফ্যাশনে সাদা পাঞ্জাবিতে নচিকেতা। কালো-সবুজ গামছা কাঁধে। গতবারের মতো এবারেও গানে গানে সভামঞ্চ মাতালেন নচিকেতা চক্রবর্তী। নতুন গানেই বিঁধলেন মোদি সরকারকে। (ছবি- ব্রতীন কুণ্ডু)
Tap to expand
লাল ক্রচেট সিল্কের শাড়িতে শতাব্দী রায়। বৃষ্টির দিনে পারফেক্ট পোশাক তাঁর। হলুদ ব্লাউজের সঙ্গে গলায় হাতে তৈরি কাপড়ের গয়না। (ছবি- ব্রতীন কুণ্ডু)
Tap to expand
সাদা শাড়িতে সুন্দরী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। (ছবি- ব্রতীন কুণ্ডু)
Published By: Sandipta BhanjaPosted: 05:32 PM Jul 21, 2024Updated: 06:12 PM Jul 21, 2024
'ফ্যাশন মিটারে' আভিজাত্য আর রুচির মেলবন্ধনে নজর কাড়লেন যাঁরা। দেখুন অ্যালবাম।