shono
Advertisement

জঙ্গি হামলায় রক্তাক্ত মিশর, চার্চে বিস্ফোরণে নিহত ২১

সংখ্যালঘু খ্রিস্টানদের বিরুদ্ধে ইসলামিক জঙ্গিদের হামলা... The post জঙ্গি হামলায় রক্তাক্ত মিশর, চার্চে বিস্ফোরণে নিহত ২১ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:08 AM Apr 09, 2017Updated: 03:21 PM Dec 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি হামলায় রক্তাক্ত হল মিশর৷ রবিবার নাইল ডেলটা সিটির একটি চার্চে বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের, আহত ৫০ জনেরও বেশি৷ সংখ্যালঘু খ্রিস্টানদের উপর পরিকল্পনামাফিক এই হামলা চালিয়েছে ইসলামিক স্টেট, খবরটি জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল৷

Advertisement

সিএনএন সূত্রে খবর, এদিন চার্চের মূল প্রার্থনাকক্ষের একটি আসনের নিচে বোমা রাখা ছিল৷ প্রার্থনা শুরু হতেই সম্ভবত রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়৷ মিশরের বিদেশমন্ত্রী একটি টুইটে এদিনের হামলার নিন্দা করে বলেন, “মিশরে ফের সন্ত্রাসের কবলে৷ এবার পাম সানডে-র দিন৷ তবে মিশরীয়দের মনে ভয় ধরাতে ব্যর্থ জঙ্গিরা৷”

আগামী সপ্তাহেই মিশরে কপটিক ইস্টার পালিত হওয়ার কথা৷ মিশর সফরে আসার কথা পোপ ফ্রান্সিসের৷ তাঁর সফরের আগেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই বিস্ফোরণ কি না, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ গতবছরের ডিসেম্বরে কায়রোর ক্যাথিড্রালে সংখ্যালঘু খ্রিস্টানদের লক্ষ্য করে প্রায় একইরকম হামলায় ২৫ জনের মৃত্যু হয়, আহত হন ৪৯ জন৷ সেটাই ছিল মিশরের সংখ্যালঘুদের বিরুদ্ধে এখনও পর্যন্ত নৃশংসতম হামলা৷ ওই হামলার দায় স্বীকার করে ইসমালিক স্টেট জঙ্গি সংগঠন৷

 

এমনিতেই ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বাড়বাড়ন্তে আতঙ্কিত মিশরের খ্রিস্টানরা৷ ২০১৫-য় লিবিয়া কর্মরত ২১ জন মিশরীয় খ্রিস্টানকে হত্যা করে জঙ্গিরা৷ এমনকী, নিজেদের দেশেও মুসলিম প্রতিবেশীদের হাত থেকে রেহাই পান না সংখ্যালঘু খ্রিস্টানরা৷ মিশরে চার্চ পোড়ানো, খ্রিস্টানদের বাড়ি জ্বালিয়ে দেওয়া নিত্যদিনের ঘটনা৷ এদিনের বিস্ফোরণের মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে৷ রইল সেই ভিডিও:

The post জঙ্গি হামলায় রক্তাক্ত মিশর, চার্চে বিস্ফোরণে নিহত ২১ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement