shono
Advertisement

ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ২১৭ জন

সুস্থতার হার ৯৭.৪৬ শতাংশ।
Posted: 08:49 PM Feb 11, 2021Updated: 09:07 PM Feb 11, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা (Coronavirus) গ্রাফ। বেশ কিছুদিন পর গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিতের সংখ্যা পেরল ২০০-এর গণ্ডি। একদিনে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৫ জন। আশার আলো সুস্থতার হার। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ২১৭ জন। তাঁদের মধ্যে ৭৬ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ সংক্রমণের নিরিখে ফের প্রথমস্থানে উঠে এল ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ৬৫ জন। ফের তৃতীয় স্থানে উঠে এল হুগলি। নতুন করে সেখানকার ১৮ জনের শরীরে  মিলেছে করোনার জীবাণু। এছাড়াও অন্যান্য প্রায় সব জেলা থেকেই এদিন কম বেশি সংক্রমিতের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৭২, ০৩২। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে বাংলার মোট ৫ জনের। তাঁদের মধ্যে তিনজন কলকাতার। অর্থাৎ মুৃত্যুর নিরিখে ফের শীর্ষে তিলোত্তমা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। বাকি জেলাগুলিতে এদিনে মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে বাংলার ১০, ২২৫ জনের। মারণ করোনাকে পরাস্ত করে এদিন ঘরে ফিরেছেন বাংলার ২৮৬ জন। তাঁদের মধ্যে ৬৬ জন কলকাতার। অর্থাৎ সুস্থতার নিরিখে প্রথম স্থানে কলকাতা। এখনও পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ৫, ৫৭, ৪৯৪।

[আরও পড়ুন: ‘করোনার টিকাকরণ শেষ হলেই কার্যকর হবে CAA’, ঠাকুরনগরে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর]

করোনার টিকা দেওয়া শুরু হলেও এখনও সকলে তা পাচ্ছেন না। ফলে নমুনা পরীক্ষাই একমাত্র পথ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২২, ১০৬ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮২, ৩১, ৯৯৮ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০টি। সেখানে রয়েছেন মোট ৫ জন।

[আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ, মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ এলাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার