shono
Advertisement

Breaking News

Sabarmati Express

ট্র্যাকে পাথর! গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি কামরা, নেপথ্যে নাশকতা?

ফের প্রশ্ন উঠছে ভারতীয় রেলের সুরক্ষা নিয়ে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:36 AM Aug 17, 2024Updated: 09:18 AM Aug 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি কামরা! শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। 

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন বারাণসী থেকে রওনা দিয়েছিল ট্রেনটি। গন্তব্য ছিল সবরমতী। ট্রেনটিতে সব মিলিয়ে হাজারের উপর যাত্রী ছিলেন। গভীর রাতে কানপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ট্রেন। দেখা যায় ২২টি লাইনচ্যুত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। একাধিক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকেরা। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পরে সকল যাত্রীদের বাসে করে কানপুরে পাঠিয়ে দেওয়া হয়। 

[আরও পড়ুন: আইএমএ-র ডাকে দেশজুড়ে ডাক্তারদের ধর্মঘট, ৫৫ হাজার হাসপাতালে ব্যাহত পরিষেবা

কিন্তু কীভাবে ফের দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় রেল? জানা গিয়েছে, ট্র্যাকে রাখা একটি পাথরে ধাক্কা লেগে নাকি এই বিপত্তি ঘটেছে। এনিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, "রেললাইনে রাখা কিছু একটায় ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। সমস্ত প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আহমেদাবাদ যাওয়ার জন্য অন্য ট্রেনের ব্যবস্থা করা দেওয়া হয়েছে।" তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা নিয়ে। ট্র্যাকে পাথর বা অন্য কোনও বস্তু কীভাবে এল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই ঘটনার নেপথ্যে কী নাশকতা রয়েছে? তদন্তের রিপোর্টে কোন তথ্য উঠে আসে সেদিকেই নজর সকলের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি কামরা!
  • শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
  • যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। 
Advertisement