shono
Advertisement
Rajasthan

মর্মান্তিক! খেলতে গিয়ে পথ কুকুরদের হামলায় ছিন্নভিন্ন শিশু, মৃত্যু হাসপাতালে

পাঁচ শিশুর সঙ্গে খেলতে যায় বালিকা, ফিরে আসার সময় আক্রমণ করে কুকুরের দল।
Published By: Subhankar PatraPosted: 07:09 PM Jan 02, 2025Updated: 07:47 PM Jan 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংস্র পথ কুকুরদের আক্রমণে মৃত্যু ৭ বছরের বালিকার। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে। ঘটনায় কুকুরগুলি অন্যত্র সরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শিশুটির মৃত্যুর পর কুকুরগুলিকে নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে অনেকের মনে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম ইকরানা। এদিন ঠাকুরদার সঙ্গে মাঠে যায় ওই শিশু এবং আরও পাঁচ কচিকাঁচা। মাঠে পৌঁছে দেওয়ার পর সেখানেই থাকতে বলে বাজারে চলে যান ইকরানার ঠাকুরদা। কিন্তু ঠাকুরদার কথা অমান্য করে বন্ধুদের সঙ্গেই বিকেলে বাড়ির দিকে রওনা দেয় সে। ফেরার পথেই ৬-৭টি কুকুরের দল হামলা করে বাচ্চাদের উপর। ইকরানাকে ক্ষত-বিক্ষত করে দেয় কুকুরের দল। খুদের চিৎকার শুনে ছুটে আসেন সেখানকার কৃষকরা। সারমেয়র দলকে তাড়িয়ে রক্তাক্ত শিশুটিকে ট্রাক্টর করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। চিকিৎসকদের সব চেষ্টা করে ব্য়র্থ করে জীবন যুদ্ধে হার মানে ছোট্ট ইকরানা।

গ্রামবাসীদের দাবি, শিশুটির উপর যে কুকুরের দল হামলা করেছে সেই দলটি আগে অনেক গৃহপালিত প্রাণীর উপর হামলা করেছে। কুকুরের দলটি খুব আক্রমণাত্মক। স্থানীয়দের দাবি, আগেও অনেকবার নগর পরিষদে কুকুরগুলিকে অন্যত্র রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু কোনও ফল হয়নি বলে অভিযোগ। ছোট্ট ইকরানার মৃত্যুতে শোকের ছায়া পরিবার-সহ গোটা গ্রামে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিংস্র পথ কুকুরদের আক্রমণে মৃত্যু রাজস্থানের ৭ বছরের এক বালিকার।
  • বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে।
  • ঘটনায় কুকুরগুলির বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শিশুটির মৃত্যুর পর কুকুরগুলিকে নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে অনেকের মনে।
Advertisement