সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় প্রশ্নফাঁস-সহ নানা কারচুপির অভিযোগে বিদ্ধ বিহার পাবলিক সার্ভিস কমিশন। এবার সেই পরীক্ষা বাতিলের দাবিতে অনশনে বসছেন প্রশান্ত কিশোর। জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা সাফ জানিয়েছেন, আমরণ অনশনে বসবেন। যতদিন পর্যন্ত না দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়, ততদিন অনশন চালিয়ে যাবেন প্রাক্তন ভোটকুশলী।
গত দু'সপ্তাহ ধরে বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। ১৩ ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার দাবি জানান। যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পড়ুয়াদের সেই দাবিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের হয়ে সুর চড়ান পিকে। গত রবিবার রাতে প্রশান্ত কিশোরের নেতৃত্বে পাটনার গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে পদযাত্রা বের করেন পড়ুয়ারা। ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা এগোতে থাকলে তাঁদের আটকাতে শক্তি প্রয়োগ করে পুলিশ। প্রথমে জলকামান ও পরে পড়ুয়াদের উপর বেপরোয়া লাঠিচার্জ করা হয়। রাস্তায় ফেলে পড়ুয়াদের বেলাগাম মারধর করা হয়। এই ঘটনাতেই প্রশান্ত কিশোর-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
তবে এই ঘটনার পরে সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন পিকে। সোমবার তিনি জানান, ৪৮ ঘণ্টা অপেক্ষা করবেন। তার মধ্যে যদি সরকার এই পরীক্ষা বাতিলের জন্য কোনও পদক্ষেপ না করে তাহলে আরও জোরালো প্রতিবাদ করবেন। তারপরেই বৃহস্পতিবার আমরণ অনশনের ঘোষণা করলেন পিকে। তিনি জানান, "আগের পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক। এছাড়াও যেসমস্ত আধিকারিকরা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে।"
উল্লেখ্য, পরীক্ষার্থীদের একাংশ জানিয়েছেন পরীক্ষা শুরু হলেও প্রশ্নপত্র যথাসময়ে হাতে পাননি তাঁরা। আবার কারোওর অভিযোগ, পরীক্ষার শুরুর অন্তত ১ ঘণ্টা আগে প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলেন। যদিও বিহার প্রশাসন এই পরীক্ষা বাতিল করতে নারাজ। পরীক্ষার কনট্রোলার রাজেশ কুমার সিং জানিয়েছেন, একটিমাত্র কেন্দ্রে পরীক্ষাগ্রহণ বাতিল করা হয়েছে। কিন্তু পুরো পরীক্ষা কোনওমতেই বাতিল করা হবে না।