shono
Advertisement

বিহারে মাত্র ২৪ ঘণ্টায় জলে ডুবে মৃত পাঁচ কিশোরী-সহ ২২ জন! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশ কুমারের।
Posted: 02:15 PM Oct 08, 2023Updated: 02:15 PM Oct 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জলে ডুবে মৃত্যু হল ২২ জনের। মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে বিহারে (Bihar)। রাজ্যের ৯টি জেলায় জলে নামার বলি হয়েছেন ২২ জন। তার মধ্যে রয়েছে অন্তত ৫ কিশোরী। গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। তবে একসঙ্গে এতজনের মৃত্যু হল কী করে, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।

Advertisement

বিহারে জলে ডুবে মৃত্যুর প্রথম খবর মেলে শনিবার বিকেলে। ভোজপুর জেলার বাহিয়ারা ঘাটে বিশেষ পুজো উপলক্ষে হাজির হন বহু মানুষ। পুজো শেষে জলে স্নান করতে নামে পাঁচ কিশোরী। তাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। জানা গিয়েছে, স্নান করতে গিয়েই সেলফি তুলছিলেন ১৫ বছর বয়সি সুমন কুমারী। জলের তোড়ে ভেসে যায় সে। 

[আরও পড়ুন: হস্টেলে উত্যক্ত করত তিন কিশোর, রাজস্থানে আত্মহত্যা দুই নাবালিকা বোনের!]

বন্ধুকে ভেসে যেতে দেখে বাঁচাতে যায় আরও চার কিশোরী। স্রোতের টানে তলিয়ে যায় তারাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চার কিশোরীর মধ্যে একজন সুমনের বোন। এছাড়াও বাকি তিন কিশোরীর প্রত্যেকের বয়সই ১৬ বছর থেকে ১৯ বছরের মধ্যে। শনিবারের এই ঘটনার পরেই বিহারে একের পর এক জলে ডুবে মৃত্যুর খবর মেলে।

ঘটনার পরের দিন রবিবার বিহারের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে মোট ২২ জনের মৃত্যু হয়েছে গোটা রাজ্যে। ৯টি জেলা থেকে মর্মান্তিক মৃত্যুর খবর মিলেছে। ভোজপুরের ৫ কিশোরী ছাড়াও জাহানাবাদ, পাটনার মতো বেশ কিছু এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এছাড়াও মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

[আরও পড়ুন: রাবণরুপী রাহুল, বিতর্কিত পোস্টারে নাড্ডা-মালব্যর বিরুদ্ধে মামলা কংগ্রেসের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement