shono
Advertisement

রাজ্যে করোনা জয়ী ৯৭ শতাংশেরও বেশি, কমল দৈনিক সংক্রমণও

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৮ হাজার ৮৮৪।
Posted: 08:05 PM Jan 27, 2021Updated: 08:14 PM Jan 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক করোনা গ্রাফ নিম্নমুখী থাকার পর মঙ্গলবার ফের বাড়ে করোনা সংক্রমণ। তবে বুধবার আবার দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পেল। একই সঙ্গে স্বস্তি দিচ্ছে বাংলার বাড়তে থাকা সুস্থতার হারও।

Advertisement

এদিনের রাজ্য স্বাস্থ্যদপ্তরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। যদিও গতকালের তুলনায় এদিন টেস্টিংও অনেকটা কম। জেলাওয়াড়ি করোনা সংক্রমণের হিসাবে ফের চোখ রাঙাচ্ছে কলকাতা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৬২ জন। তার ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। গত ২৪ ঘণ্টায় ৫২ জন কোভিড আক্রান্ত হয়েছেন সে জেলায়। তবে অন্য কোনও জেলাতেই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা কুড়ির গণ্ডি পেরয়নি। ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬৮ হাজার ৮৮৪। তবে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে করোনা রোগী চিকিৎসাধীন ৫ হাজার ৮৬৮।

[আরও পড়ুন: ফের পাঁচিল বিতর্ক বিশ্বভারতীতে, বাধা দিয়ে নির্মাণ রুখে দিলেন ব্যবসায়ীরা]

তবে মারণ ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণ। ৮ জন করোনার বলি হয়েছেন একদিনে। ফলে ভাইরাসের থাবায় এখনও পর্যন্ত মোট ১০ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। 

সুস্থতার হারও গতকালের তুলনায় বেড়েছে। এখনও পর্যন্ত ৯৭.১৭ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন। একদিনে ৩৮৬ জন কোভিডকে জয় করেছেন। বাংলায় মোট করোনা মুক্ত ৫ লক্ষ ৫২ হাজার ৮৭৭ জন। 

ভ্যাকসিন আসার পর থেকে করোনা মুক্তির দিকে এগিয়ে চলেছে বাংলা তথা গোটা দেশ। তবে করোনা রোগী চিহ্নিতকরণের জন্য একইসঙ্গে চলছে টেস্টিংও। একদিনে  ১৭ হাজার ৬০৯ জনের কোভিড পরীক্ষা হয়েছে। তার ফলে রাজ্যে এখনও পর্যন্ত ৭৮ লক্ষ ৯৪ হাজার ৫০৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞদের মত, সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করান। মেনে চলুন দূরত্ববিধি। ব্যবহার করুন মাস্ক এবং স্যানিটাইজার।

[আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে CBI হানা, দীর্ঘক্ষণ চলল তল্লাশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার