shono
Advertisement

ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় জঙ্গিরা, আরও জোরালো সার্জিক্যাল স্টাইকের সম্ভাবনা

গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা৷ The post ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় জঙ্গিরা, আরও জোরালো সার্জিক্যাল স্টাইকের সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM Sep 28, 2018Updated: 09:01 AM Sep 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক দু’ বছরের মাথায় পাক অধিকৃত কাশ্মীরে ফের সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি। মাথা চাড়া দিয়ে উঠেছে ২৭টি লঞ্চপ্যাড।  ঘাপটি মেরে রয়েছে প্রায় ২৫০ জন জঙ্গি।  গোয়েন্দা সূত্রে এমনই গোপন তথ্য পৌঁছে দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। আর এই তথ্যই বাড়িয়ে দিয়েছে নয়া আশঙ্কা৷ কয়েকদিন আগেই আবারও সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।  নয়া তথ্যে সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত৷

Advertisement

[পরকীয়া রায় নারী-বিরোধী, বিস্ফোরক দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন]

গোয়েন্দা সূত্রে খবর, ২০১৬-র সার্জিকাল স্ট্রাইকে যে লিপা উপত্যকায়, পাক জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করেছিল ভারতীয় সেনা, সেখানেই আবারও গজিয়ে উঠেছে নয়া লঞ্চপ্যাড৷ এছাড়া, চাকোঠি, বারারকোট, শার্দি, জুরা এবং হাজিপুরে উপস্থিতি রয়েছে লস্কর-ই-তইবার জঙ্গিদের। পাশাপাশি, পাক অধিকৃত কাশ্মীরের ফরোয়ার্ড কাহুতায় ঘাঁটি গেড়েছে হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা। এরা প্রত্যেকে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর৷ এদের উদ্দেশ্য, দক্ষিণ কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার যথেষ্ট ক্ষয়ক্ষতি করা। একইসঙ্গে পাক জঙ্গিদের লক্ষ্য, কাশ্মীরের পুলিশকর্মী ও অফিসারদের অপহরণ ও হত্যা করে আতঙ্ক ছড়িয়ে দেওয়া  যাতে  মুসলিম পুলিশ অফিসাররা ভয়ে চাকরি ছাড়তে বাধ্য হন। আইবি  সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের লিপা, চানানিয়ান, মান্দাউকালি, নৌকতের জঙ্গি ঘাঁটিগুলিতে ২৫ থেকে ৩০ জন লস্কর জঙ্গি এখনই ভারতে ঢোকার জন্য প্রস্তুতি সেরে ফেলেছে৷ এদের আসল লক্ষ্য, কাশ্মীরে আসন্ন পঞ্চায়েত ভোট বানচাল করা। এরা সরাসরি হান্দোয়ারা, গুরেজ, সোপোর, বান্দিপোরা, জাজারকোটলিতে ঢুকে হামলা চালাতে চায়।

[সার্জিক্যাল স্ট্রাইক: প্রকাশ্যে ভারতীয় সেনার পরাক্রমের নয়া ভিডিও]

২০১৬-র জুলাই মাসে নিরাপত্তা বাহিনীর গুলিতে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে বেড়ে গিয়েছে সন্ত্রাসবাদীদের হামলা। উরি হামলার মতো ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ১৯ ভারতীয় জওয়ানের৷ এরপরেই চরম প্রত্যাঘাত করে ভারতীয় সেনা৷ সেই বছরের ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের সাত থেকে আটটি লঞ্চপ্যাড ধ্বংস করে দেয় সেনা৷ হঠাৎ আঘাত কাটিয়ে উঠতে সময় লাগে সন্ত্রাসবাদীদের৷ কয়েকদিন চুপ থাকলেও এরপরই উপত্যকায় বেড়ে যায় পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলির অনুপ্রবেশ এবং জম্মু-কাশ্মীরের পুলিশকর্মীদের লক্ষ্য করে টার্গেট কিলিংয়ের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনাও। এই ঘটনা আরও একটি বিষয় প্রমাণ করে বলে কূটনৈতিক বিশেষজ্ঞদের মত৷ তাঁদের মতে, নব নিযুক্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে উদ্যোগী হলেও রাওয়ালপিণ্ডি যে একদমই তাতে রাজি নয় এবং পাক সেনা ও আইএসআই-এর মদতেই সন্ত্রাসবাদী সংগঠনগুলি যে ফের সক্রিয় হয়ে উঠেছে পকে এই তথ্যই তার অকাঠ্য প্রমাণ৷

The post ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় জঙ্গিরা, আরও জোরালো সার্জিক্যাল স্টাইকের সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement