shono
Advertisement

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য বাড়ল করোনা সংক্রমণ, মৃত ৩

কমেছে বাংলার অ্যাকটিভ কেস।
Posted: 09:45 PM Aug 27, 2022Updated: 09:47 PM Aug 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল রাজ্যের সংক্রমণ। কোভিড সংক্রমণ কাড়ল প্রাণও। তবে কমেছে বাংলার অ্যাকটিভ কেস। শনিবারের রাজ্যের করোনা পরিসংখ্যান ফের আতঙ্ক বাড়াচ্ছে। 

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা বেশি। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৬ হাজার ৩০২ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩ জনের। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪৫৭ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ।

[আরও পড়ুন: প্রধান বিচারপতি পদে শপথ নিয়েই বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন ইউইউ ললিত]

গত ২৪ ঘণ্টায় সুস্থতায় কমেছে কিছুটা। একদিনে করোনাকে জয় করেছেন ৩৪৬ জন। আগেরদিন এই সংখ্যাটি ছিল ৩৬৫। এখনও পর্যন্ত করোনাকে হারিয়েছেন মোট ২০ লক্ষ ৮১ হাজার ৮১১ জন। সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ।

করোনা যাতে বিরাটাকার ধারণ করতে না পারে তাই ফের টেস্টিংয়ের উপর দেওয়া হচ্ছে বিশেষ জোর। এদিন ৯ হাজার ৬৩৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২৬, ২৫৫, ৯৮৯ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি হার ২.৯৪ শতাংশ। কমেছে অ্যাতটিঊ রোগীর সংখ্যা। এদিন রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৯১৫ জন। হাসপাতালে রয়েছেন ১১৯ জন। 

[আরও পড়ুন: বাগদা গণধর্ষণ কাণ্ড: ‘রক্ষকই ভক্ষক হয়ে উঠছে, স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চান’, তীব্র নিন্দা কুণাল ঘোষের]

টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ১ লক্ষ ৮৩ হাজার ২৭৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে সামান্য উদাসীনতাও বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন তাঁরা। তাই ভিড়ে ঠাসা এলাকায় গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। ঘন ঘন ব্যবহার করতে হবে স্যানিটাইজারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement