সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ তিন হাজার ছুঁইছুঁই। প্রাণও গেল করোনা আক্রান্ত হয়। শুক্রবারের পর শনিবারও দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতাকে টেক্কা দিল উত্তর ২৪ পরগনা। ৯ জেলাতেই সংক্রমণ রইল একশোর উপরে। সাতশোর উপর রয়েছে দুই জেলার করোনা আক্রান্তের সংখ্যা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬৮ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা বেশি। কারণ, ওইদিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯৫০ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৭৪৩ জন। বৃহস্পতি এবং শুক্রবারও সংক্রমণের নিরিখে শীর্ষে ছিল দক্ষিণবঙ্গের এই জেলা। তারপরই রয়েছে কলকাতা। ৭৪২ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ১৪৩ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে হুগলি। জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে একেবারে শেষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্ত ১২ জন। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফে স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে উদ্বেগ। একমাত্র কালিম্পংয়ে নতুন সংক্রমণের হদিশ মেলেনি।
গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে ৩ জনের। তার ফলে এখনও পর্যন্ত মোট ২১ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১.০৪ শতাংশ। তবে ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ৬৬২ জন। তার ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৬ হাজার ৩৫১ জন। সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ।
করোনাকে রুখতে টেস্টিংয়ের উপর ফের জোর দেওয়া হয়েছে। একদিনে মোট ১৮ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৫.৬৯ শতাংশ। যা শুক্রবারের তুলনায় কম।প্রথম থেকেই টিকাকরণের উপর বিশেষ নজর রয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তরের। এদিন ১ লক্ষ ৪৬ হাজার ৬৬১ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ হয়েছে ৪০ লক্ষ ৮৫ হাজার ১৪১টি। বিশেষজ্ঞদের পরামর্শ, ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ দেখে আতঙ্কিত হবেন না। পরিবর্তে মেনে চলুন কোভিডবিধি। মাস্ক এবং স্যানিটাইজারের যথোপযুক্ত ব্যবহারই পারে করোনা রুখতে।