শংকরকুমার রায়, রায়গঞ্জ: বায়োমেট্রিক তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ। কুকীর্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল চোপরা থানার পুলিশ। তাঁদের কাছ থেকে বেশ কিছু মোবাইল, ল্যাপটপ-সহ বায়োমেট্রিক মেশিন উদ্ধার করা হয়েছে।
ইসলামপুরের এএসপি কার্তিকচন্দ্র মণ্ডল জানিয়েছেন, উত্তর দিনাজপুরে চোপরার নারানপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন মজফর আলম, সইফুল আলম, মহম্মদ সোহেল। তাঁদের কাছে ৮টি মোবাইল, স্ক্যানার, ল্যাপটপ এমনকী, ফ্ল্যাশ মেশিন-সহ একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা চুটিয়াখোর এলাকার একটি বাড়ি থেকে এগুলি উদ্ধার হয়েছে।
[আরও পড়ুন: ‘৩ মাস ধরে ধর্ষণ করেছে বাবা’, নারকীয় যন্ত্রণা সইতে না পেরে গুলি করে খুন করল কিশোরী!]
জানা গিয়েছে, জেলায় থাকা ব্যাঙ্ক সহায়তা কেন্দ্রে গ্রাহকদের বায়োমেট্রিক সংগ্রহ করত তিন যুবক। সেই আঙুলের ছাপ নিয়ে আধার কার্ডের মাধ্যমে জালিয়াতি করা হত। একাধিক অ্যাকাউন্ট সাফ করে দিয়েছে তারা। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামপুরের এএসপি কার্তিকচন্দ্র মণ্ডলের পরামর্শ, বায়োমেট্রিক তথ্য় লক করে রাখুন। যাতে এধরনের জালিয়াতি আটকানো যায়।