সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে শোরগোল ফেলেছে ওয়াগনার বিদ্রোহ। মহা-উৎসাহে পুতিনের পতনের জল্পনা শুরু করেছে আমেরিকা ও পশ্চিমের দেশগুলি। তবে ওয়াগনার কাঁটাতেও রুশ হামলার ঝাঁজ যে কমেনি তা স্পষ্ট। এবার ইউক্রেনের একটি রেস্তরাঁয় ‘রুশ’ মিসাইল হামলায় আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার রাতে পূর্ব ইউক্রেনের ক্রামাতোর্কস শহরের একটি জনপ্রিয় রেস্তরাঁয় আছড়ে পড়ে মিসাইল। রিয়া পিজ্জা নামের ওই রেস্তরাঁটি ইউক্রেনীয় সেনা ও আমজনতা উভয়েরই প্রিয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রুশ মিসাইল হামলায় আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। আহত অন্তত ৫০ জন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
এদিকে, ওয়াগনার বিদ্রোহ ‘অসফল’ হওয়ায় কার্যত হতাশ ইউক্রেন (Ukraine)। সিএনএন-কে দেশটির বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা আক্ষেপের সুরে বলেন, “দুর্ভাগ্যের বিষয় প্রিগোজিন খুব তাড়াতাড়ি হার মেনে নিয়েছেন। ফলে রুশ সেনার মনোবল বিরাট কোনও ধাক্কা খায়নি। একই শুর শোনা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সেই নাভালনির গলায়। দ্য হেগে ন্যাটো জোটের প্রধান জেন্স স্টোলটেনবার্গের মতে, প্রিগোজিনের বেলারুশ গমন ও তার পরিণাম নিয়ে এখনও কিছু বলা সম্ভব নয়।
[আরও পড়ুন: অগ্নিগর্ভ প্যারিস! ট্র্যাফিক আইন না মানা কিশোরকে গুলি করে খুন ফ্রান্সের পুলিশের!]
উল্লেখ্য, বেলারুশে আশ্রয় নিয়েছেন ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনকে। রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু আপাতত রাশিয়ার প্রতিবেশী দেশেই আশ্রয় নিয়েছেন বিদ্রোহী ‘পুতিনের রাঁধুনি’। এদিকে গৃহযুদ্ধের আশঙ্কার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য রুশ সেনাকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। বিশ্বে আলোড়ন তৈরি করে গত শনিবার আচমকাই মস্কোর দিকে রওনা দেয় ওয়াগনার যোদ্ধারা। বাহিনীর প্রধান প্রিগোজিন হুঙ্কার দেন, “আমাদের পথে যে আসবে ধ্বংস হয়ে যাবে।” তবে, পুতিনের চাপের মুখে কয়েক ঘণ্টা পরেই রণে ভঙ্গ দেন তিনি। সোমবার এক অডিও বার্তায় প্রিগোজিন বলেন, “রুশ ভাই-বোনেদের রক্ত ঝরার আশঙ্কা এড়াতেই আমরা মস্কোর রাজপথে প্রতিবাদের সিদ্ধান্ত বাতিল করেছিলাম।”