সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা? এবার মিসিসিপির নাইটক্লাবে সামনে চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন ১৬ জন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী কারণে গুলি চলল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এখনও অবধি কেউ গ্রেপ্তার হয়নি বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী রবিবার ভোরে ইন্ডিয়ানোলা শহরের চার্চ স্ট্রিটে একটি নাইটক্লাবের সামনে গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই নাইটক্লাবের কাছে গুলির শব্দ পান। বেশ কিছুক্ষণ ধরেই গোলাগুলি চলে। যাঁরা নাইটক্লাবে ঢুকবেন বলে এসেছিলেন, ভয়ে ভিতরে ঢোকেননি। অনেকে নিরাপদ স্থানে পালিয়ে যান। যদিও এখনও পর্যন্ত পরিষ্কার নয়, একজন ব্যক্তি গুলি চালিয়েছেন নাকি দু'পক্ষের মধ্যে গুলিগালা চলেছে এদিন।
[আরও পড়ুন: হরপ্পা সভ্যতার নাম বদলে সিন্ধু-সরস্বতী! ফের বিতর্কে NCERT]
সানফ্লাওয়ার কাউন্টির ছোট শহর ইন্ডিয়ানোলা। শহরের পুলিশকর্তা জানিয়েছেন, গুলি চলার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, ১৬ জন আহত হয়েছেন। মৃতদের বয়স ১৬ থেকে ১৯ এর মধ্যে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও স্পষ্ট নয় কেন হামলা হয়েছে।