সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে (Jharkhand) রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express) ভয়াবহ দুর্ঘটনা। হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল তিন যুবকের। বিপুল গতিতে থাকা ট্রেনের ধাক্কায় তিন যুবকের দেহাংশ ঘটনাস্থলে প্রায় ৫০০ মিটার দূরে ছিটকে পড়ে বলে জানা গিয়েছে। রেল পুলিশ জানিয়েছে, রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ওই তিন যুবক। পরে পোশাক দেহ শনাক্ত করে পরিবার।
ঘটনাটি ধানবাদের (Dhanbad) গোমো স্টেশনে (Gomoh Station) । হাওড়া-নয়াদিল্লি (Howrah-New Delhi) রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তিন যুবকের । মৃতেরা হলেন মনোজ সাব (১৯), শিবচরণ সাব (২০) এবং বাবলু কুমার (২০)। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা চার নম্বর প্লাটফর্ম আসানসোল গোমো প্যাসেঞ্জার থাকে নামেন। এর পর রেললাইন পার হয়ে চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। তখনই হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের সামনে পড়ে যান। উল্লেখ্য, গোমো স্টেশনে রাজধানীর এক্সপ্রেসের স্টপেজ নেই।
[আরও পড়ুন: ভিন্দ্রেনওয়ালের অনুগামী, পাঞ্জাবের ‘ওয়ারিস’! খলিস্তানি নেতা অমৃতপাল সিং আসলে কে?]
প্রচণ্ড গতিতে থাকা ট্রেনের ধাক্কায় তিন যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। দেহাংশ প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে পড়ে। ঘটনায় আতঙ্কিত হন অন্য যাত্রীরা। শোরগোল পড়ে যায় রেলস্টেশনে। শনিবার মৃত ৩ যুবকের পরিবার যায় ওই রেলস্টেশনে। পরনের পোশাক দেখে দেহ চিহ্নিত করেন তাঁরা। এই দুর্ঘটনার ফলে রেলের ওই ডিভিশনে ট্রেন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে।