সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্চর্য কাণ্ডে হতবাক চিকিৎসকরাও। এ কী করে সম্ভব? ১৪ দিনের শিশু অন্তঃসত্ত্বা! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীর ঘটনা। দুই সপ্তাহ বয়সি ওই শিশুটি আচমকা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন শিশুর গর্ভে রয়েছে তিনটি ভ্রুণ। অস্ত্রোপচার করে সেই ভ্রুণ বার করা হয়। আপাতত সুস্থ আছে শিশুটি।
বারাণসীর সুন্দরলাল হাসপাতালে অস্ত্রোপচার হয় শিশুটির। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে মউ জেলার এক দম্পতি তাঁদের ১৪ দিনের সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি শ্বাসকষ্ট এবং অ্যালার্জির সমস্যায় ভুগছিল। তথাপি ঠিক কী কারণে এই অসুস্থতা তা প্রথমে ধরা পড়ছিল না। এরপরেই আলট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান করানো হয়। তখনই ধরা পড়ে শিশুর গর্ভে তিনটি ভ্রুণ রয়েছে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।