shono
Advertisement

Breaking News

ফের বন্দুকবাজের হামলায় ‘হত্যাপুরী’ আমেরিকা! মৃত অন্তত ৩

আগস্টের প্রথম ৫ দিনে বন্দুকবাজের হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়।
Posted: 11:47 AM Aug 06, 2023Updated: 11:48 AM Aug 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (US) ফের বন্দুকবাজের হামলা। শনিবার রাতে ওয়াশিংটন ডিসির রাজপথে চলল এলোপাথারি গুলি। হামলায় মৃত অন্তত ৩। আহত ১। দক্ষিণ-পূর্ব ওয়াশিংটনের অ্যানাকোস্টিয়ায় হয়েছে ওই হামলা। এই নিয়ে এই শহরে ১৫০টি হামলার ঘটনা ঘটল।

Advertisement

ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, শনিবার রাতের ওই হামলা ‘নির্বোধ হিংসা’র পরিচয়। সব মিলিয়ে আগস্টের প্রথম ৫ দিনে বন্দুকবাজের হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়।
যত সময় যাচ্ছে ততই আমেরিকার ‘অভিশাপ’ হয়ে উঠছে বন্দুকবাজের হামলা। স্কুল থেকে শুরু করে ধর্মস্থান,বাদ পড়ছে না কিছু। বন্দুক আইন সংশোধন করেও কেন বন্দুকবাজের হামলার ঘটনায় রাশ টানা যাচ্ছে না, তা নিয়ে লাগাতার প্রশ্নের মুখে হোয়াইট হাউস।

[আরও পড়ুন: দালাল-চিটিংবাজ ঢুকে পড়ছে, দলটাকে বাঁচান! ফেসবুকে লাইভে আরজি মদন মিত্রের]

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলতে শোনা গিয়েছিল, “এটা মেনে নেওয়া যায় না। গোটা বিষয়টির দিকে কড়া নজর রাখছি। এই ঘটনায় আমেরিকার হৃদয় একেবারে ভেঙে গিয়েছে। কংগ্রেসের কাছে আমার আবেদন, অস্ত্র রাখার উপর নিষেধাজ্ঞা জারি করুন তাঁরা।” মার্কিন প্রশাসনের এই উদ্বেগ সত্ত্বেও এখনও কমেনি বন্দুকবাজ-আতঙ্ক।

[আরও পড়ুন: উত্তরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও সপ্তাহজুড়ে চলবে প্রবল বর্ষণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement