shono
Advertisement
Germany

জার্মানিতে রাতের উৎসবে হামলা আততায়ীর! এলোপাথারি ছুরির কোপে মৃত অন্তত ৩, আহত বহু

হামলাকারীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:53 AM Aug 24, 2024Updated: 08:53 AM Aug 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে জার্মানির সোলিনজেনে ধুমধাম করে পালিত হচ্ছিল উৎসব। ভিড় জমিয়ে ছিলেন বহু মানুষ। সকলে মেতে উঠেছিলেন আনন্দে। কিন্তু তাল কাটে হঠাৎ। উৎসব চলাকালীনই ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। তার এলোপাথারি ছুরি কোপে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত বহু। ওই অজ্ঞাত পরিচয়ে হামলাকারীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এদিন সোলিনজেন শহরের ৬৫০ বছর পূর্ণ হয়েছিল। সেই উপলক্ষে বিরাট উৎসবের আসর বসেছিল শহরে। ছোট থেকে বৃদ্ধ সকলে আনন্দে শামিল হয়েছিলেন। স্থানীয় সময়, রাত ১০টা নাগাদ হঠাৎ ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। সামনে যাকে পায় এলোপাথারি কোপাতে থাকে। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই ঘটনাস্থল ছেড়ে পালায় হামলাকারী। পুলিশ এসে গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।

[আরও পড়ুন: যুদ্ধ থামাতে ‘শান্তির দূত’ মোদি! তিক্ততা ভুলে ভারতের প্রধানমন্ত্রীকে ভরসা জেলেনস্কির

জার্মানির দুই বড় শহর কোলোন এবং ডুসেলডর্ফের খুব কাছেই অবস্থিত সোলিনজেন। বাসিন্দার সংখ্যা প্রায় ১ লক্ষ ৬০ হাজার। এই ঘটনায় আতঙ্কিত ও শোকাহত শহরের মেয়র টিম কার্জবাচ। গতকালই বিবৃতি দিয়ে তিনি জানান, "আজ রাতে আমরা একসঙ্গে আনন্দে মেতে উঠেছিলাম। উৎসব উদযাপন করছিলাম। কিন্তু যা ঘটে গেল তাতে আমরা আতঙ্কিত, মর্মাহত। আমরা এই শহরের বর্ষপূর্তি উদযাপন করতে চেয়েছিলাম কিন্তু আমাদের শোক পালন করতে হচ্ছে। যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতদের আমরা দ্রুত আরোগ্য কামনা করছি।" হামলাকারীর খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার রাতে জার্মানির সোলিনজেনে ধুমধাম করে পালিত হচ্ছিল উৎসব।
  • উৎসব চলাকালীনই ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী।
  • এলোপাথারি ছুরি কোপে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত বহু।
Advertisement