shono
Advertisement

ডিজে বক্স বাজাতে হুকিং! ঝোড়ো হাওয়ায় তার ছিঁড়ে বাড়িতে শর্ট সার্কিট, ইটাহারে মৃত্যু ৩ জনের

নাতি-নাতনির জন্মদিনে এসে মৃত্যু দাদু-ঠাকুরমার।
Posted: 09:43 AM Sep 12, 2022Updated: 09:48 AM Sep 12, 2022

শংকরকুমার রায়, রায়গঞ্জ: আনন্দ নিমেষে বদলে গেল শোকে। নাতি-নাতনির জন্মদিনে এসে প্রাণ গেল দাদু-ঠাকুরমা-সহ তিনজনের। অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানে ডিজে বক্স বাজাতে হুকিং করা  হয়েছিল। ঝড়-বৃষ্টিতে সেই তার ছিঁড়ে মুহুর্তে গোটা বাড়িতে শর্ট সার্কিট হয়ে যায়। সেখানেই প্রাণ হারান ৩ জন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার তিলনার মোহনবাড়ি এলাকায়।  

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বাবলু মুর্মু (৩৫), যুবরাজ মার্ডি (৫৫) ও হোপময়ি সোরেন (৪২)। যুবরাজ ও হোপময়ি স্বামী-স্ত্রী। তাঁরা যমজ নাতি-নাতনির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাবলু পারিবারিক আত্মীয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৃত দম্পতির সাতাশ বছরের ছেলে গোপাল মুর্মু । এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

[আরও পড়ুন: নিম্নচাপ হয়েছে আরও গভীর, পুজোর আগে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ, আর কতদিন দুর্যোগ?]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপালের যমজ সন্তান তুষার ও নিবেদিতার জন্মদিন ছিল। সেই উপলক্ষে বাড়িতে এলাহি আয়োজন করা হয়। আমন্ত্রিত ছিলেন বহু আত্মীয়। আমন্ত্রিতদের মনোরঞ্জনের ছিল ডিজে বক্সের ব্যবস্থাও। সন্ধেয় সেই বক্সের আওয়াজে মেতে উঠেছিলেন আমন্ত্রিতরা। এদিকে ডিজে সাউন্ড সিস্টেম বাজানোর জন্য বাড়ির পাশ্ববর্তী বৈদ্যুতিক খুঁটি থেকে তারের মাধ্যে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। সন্ধ্যায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জলে বিদ্যুতের তার হঠাৎ ছিঁড়ে যায়। মুহুর্তের মধ্যে গোটা বাড়ি শর্ট-সার্কিট হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হন চারজন।

চারজনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাবল, যুবরাজ মার্ডি  ও হোপময়িকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গোপাল মুর্মু ওই হাসপাতালেই চিকিৎসাধীন। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।

[আরও পড়ুন: মাঝরাতে ইডি দপ্তরে অভিষেকের শ্যালিকা, তলব করেও অফিসে ছিলেন না আধিকারিকরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার