shono
Advertisement

Breaking News

Panskura

রাস্তায় জল, রেললাইন ধরে বাড়ি ফেরাই কাল! পাঁশকুড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত ৩

পাঁশকুড়া-দিঘা লাইনে পেরনোর সময় হলদিয়া লোকালে কাটা পড়ে মৃত্যু হয় এই তিনজনের।
Published By: Paramita PaulPosted: 09:59 AM Oct 31, 2024Updated: 10:16 AM Oct 31, 2024

সৈকত মাইতি, তমলুক: রাস্তায় জমা জল। সেই জল এড়াতে ট্রেন লাইন ধরে বাড়ি ফিরছিলেন তিন ফল বিক্রেতা। সেই সময় রেলে কাটা পড়ে মৃত্যু হয় দুজনের। পরে আরও একজনের মৃত্যু হয়। বুধবার রাতের এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া থেকে ফল নিয়ে গিয়ে হলদিয়ায় বিক্রি করতেন ওই তিনজন। বৃহস্পতিবার কালীপুজো, তাই বুধবার বিক্রিও একটু বেশি হয়। রাত তখন সাড়ে ৯টা। রঘুনাথবাড়ি স্টেশনে নেমে পাঁশকুড়া-হলদিয়া লাইন ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা। ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে টানা বৃষ্টিতে রাস্তায় জল জমেছিল।  সেই জমা জল এড়াতেই রেললাইন ধরে ফিরছিলেন তাঁরা। সেই সময় উলটো দিক দিয়ে একটি ট্রেন আসছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। সূত্রের খবর,পাঁশকুড়া-দিঘা লাইনে পেরনোর সময় হলদিয়া লোকালে কাটা পড়ে মৃত্যু হয় এই তিনজনের।

এখনও পর্যন্ত দুজনের পরিচয় পাওয়া গিয়েছে। জয়দেব সাঁতরা। বয়স ৫৭ বছর। রিঙ্কু ভৌমিক। বয়স ৪৯ বছর। বাকি একজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রেন লাইন ধরে বাড়ি ফিরছিলেন তিন ফল বিক্রেতা।
  • সেই সময় রেলে কাটা পড়ে মৃত্যু হয় দুজনের।
  • পরে আরও একজনের মৃত্যু হয়।
Advertisement