সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলক ৪ (Unlock 4.0)-এও বাংলায় উর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের সংক্রমিত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬০ জনের। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩, ১৯৭ জন। যাদের মধ্যে ৫০৭ জন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana)। অর্থাৎ সংক্রমণের নিরিখে এখনও প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয়স্থানে কলকাতা। একদিনে নতুন করে সেখানে সংক্রমিত ৪৭৫ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত ২৬৩ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে আক্রান্ত ৯৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২, ১৫, ৫৮০। একদিনে রাজ্যে মৃত ৬০ জনের মধ্যে ২২ জনই কলকাতার। অর্থাৎ মৃত্যুর নিরিখে প্রথমে তিলোত্তমা। এখানে পর্যন্ত সেখানে করোনার বলি হয়েছেন ১, ৫৩৭ জন। দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে মৃত্যু হয়েছে সেখানকার ১৮ জনের। এদিনে করোনার বলি হয়েছেন হাওড়ার তিনজন। তবে এসবের মাঝে আশার আলো সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বাংলার ২, ৯৪৮ জন। যার মধ্যে ৫০৭ জনই উত্তর ২৪ পরগনার। সুস্থতার হার ৮৬. ৭৭ শতাংশ।
[আরও পড়ুন: অভিনব শ্রদ্ধাজ্ঞাপন, সুশান্তের মূর্তি বানিয়ে তাক লাগালেন বাংলার এই মোমশিল্পী ]
তথ্য বলছে, এই একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৫, ৫৩৬ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৬, ৫৪, ০৭০ জনের। রাজ্যে মোট সরকারি কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা ৫৮২টি। সেখানে মোট রয়েছেন ২,৪৮৫ জন। এখনও পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন রাজ্যের ৬, ২৬, ৫৪৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৪, ৮১৪ জন।
[আরও পড়ুন: অভিনব শ্রদ্ধাজ্ঞাপন, সুশান্তের মূর্তি বানিয়ে তাক লাগালেন বাংলার এই মোমশিল্পী ]
The post রাজ্যে ২৪ ঘণ্টায় ফের করোনা আক্রান্ত ৩ হাজারের বেশি, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার মৃত্যুর হার appeared first on Sangbad Pratidin.