সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতার কথা ভেবে রাজ্যে লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দিয়েছ রাজ্য। এদিকে বাংলায় বেলাগাম করোনা সংক্রমণ। ফের একদিনে বাংলার করোনা সংক্রমিতের সংখ্যা চার হাজার ছুঁইছুঁই। বাড়ছে মৃত্যুও। তবে এমন পরিস্থিতিতেও মনে সাহস জোগাচ্ছে দৈনিক কোভিডজয়ীর সংখ্যা। সোমবারও বাংলায় করোনা আক্রান্তের চেয়ে কোভিডজয়ীর সংখ্যা অনেকটাই বেশি। এ রাজ্যে করোনা থেকে সেরে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৫৯ শতাংশ।
উৎসবের মরশুমের গোড়া থেকে ফের রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা চার হাজারর আশেপাশে থাকছে। এদিনও তার ব্যতিক্রম হল না। সোমবার স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৫৭ জন। যা রবিবারের তুলনায় সামান্য কম। এদিনও সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায় (৮৮২)। এর সামান্য পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৭২)। রাজ্য প্রশাসনের ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তরের দার্জিলিং, কোচবিহারও। এ রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ৬০৮ জন।