shono
Advertisement

এক মাসে আমেরিকায় চাকরি ছাড়লেন ৪৪ লক্ষ মানুষ! কেন এই প্রবণতা?

দু'মাসের হিসেব চোখ কপালে তুলে দেওয়ার মতো।
Posted: 03:09 PM Nov 13, 2021Updated: 03:12 PM Nov 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি ছাড়ার ধুম পড়ে গিয়েছে আমেরিকায় (US)। শুক্রবার মার্কিন শ্রম দপ্তরের তরফে জানানো হয়েছে, কেবল সেপ্টেম্বরেই চাকরি ছেড়েছেন প্রায় ৪৪ লক্ষ মানুষ। এর আগস্টে চাকরি ছেড়েছিলেন ৪৩ লক্ষ মানুষ। সেই হিসেবকেও টপকে গিয়েছে সেপ্টেম্বর। যার ফলে আমেরিকায় কর্মক্ষেত্রে মোট শূন্যপদ ১ কোটি ৪ লক্ষতে পৌঁছেছে।

Advertisement

আসলে কর্মীদের আত্মবিশ্বাস এতটাই বেড়ে গিয়েছে যে তাঁরা হাতের চাকরি অনায়াসে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন নতুন চাকরির জন্য। চাকরির বাজারের এই টালমাটালের পিছনে রয়েছে কর্মক্ষেত্রে আসা জোয়ার। ফলে বাড়তি বেতন কিংবা আরও ভাল কাজের পরিবেশের সন্ধানে মানুষ অনায়াসে চাকরি ছেড়ে দিচ্ছেন। সাম্প্রতিক পরিসংখ্যান থেকে পরিষ্কার, মার্কিনদের খরচ করার প্রবণতা বেড়েছে। অর্থনীতি ক্রমেই আরও বেশি করে চাঙ্গা হয়ে উঠছে।

[আরও পড়ুন: বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং, উঠতে পারে ভারত-চিন সীমান্ত সংঘাত প্রসঙ্গ]

এই পরিস্থিতিতে শুক্রবার যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে অক্টোবরে নতুন করে ৫ লক্ষ ৩১ হাজার চাকরি সৃষ্টি হয়েছে সেদেশে। বেকারত্বের হারও একলাফে ৪.৮ শতাংশ থেকে কমে ৪.৬ শতাংশে নেমে গিয়েছে।

সব মিলিয়ে বাইডেনের আমলে সত্যিই এক ‘সুসময়ে’র মুখোমুখি আমেরিকা। অতিমারীর আগে যেখানে রেকর্ড সংখ্যক ৭৫ লক্ষ শূন্যপদে পৌঁছেছিল চাকরির বাজার, সেখানে এবার ১ কোটি ছাড়িয়ে গিয়েছে শূন্যপদ।

অথচ গত বছর পরিস্থিতি একেবারেই অন্য় রকম হয়ে গিয়েছিল করোনা কালে। দেশে বাড়তে থাকা সংক্রমণের ধাক্কায় চাকরির বাজারেও গভীর সমস্যার আবহ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এবছরের শেষে এসে আমেরিকা কিন্তু আগের পরিস্থিতি ফিরে পেয়েছে। পরিসংখ্যান মানলে পরিস্থিতি কোভিডের আগের চেয়েও ভাল।

[আরও পড়ুন: শিশুদের পোশাক থেকেও ছড়াচ্ছে করোনা! সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ চিনের]

কিন্তু এই পরিস্থিতিতে বেকারত্বের হার কেন আরও কমেনি? মনে করা হচ্ছে, এর পিছনে রয়েছে কয়েকটি কারণ। বহু ক্ষেত্রেই কর্মরতা মহিলারা করোনা পরিস্থিতিতে কাজে বেরনোর সময় শিশুকে যথোপযুক্ত স্থানে রেখে যাওয়া নিয়ে সমস্যায় পড়েছেন। আবার অনেকে সংক্রমণের ভয়ে নিয়মিত বাইরে বেরনো এড়াতেও চাকরি থেকে দূরে সরে রয়েছেন। তাছাড়া কোভিড পরিস্থিতিতে যে বেকারত্ব ভাতা দেওয়া হচ্ছিল তার কারণে বহু মানুষেরই হাতে যথেষ্ট সঞ্চয় থাকায় তাঁরা উপযুক্ত কাজ খোঁজার জন্য সময় নিতে পারছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement