shono
Advertisement

অগ্নিগর্ভ মণিপুরে ফের গুলির লড়াই, পুলিশকর্মী-সহ মৃত ৪, জখম বহু

নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে চূড়াচাঁদপুরে।
Posted: 12:42 PM Jul 08, 2023Updated: 12:50 PM Jul 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) আবারও রক্ত ঝরল। শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। তার জেরে এক পুলিশকর্মী-সহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেই খবর। জানা গিয়েছে, মণিপুরের সীমান্তবর্তী বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুরের বেশ কয়েকটি গ্রামে নতুন করে অশান্তি শুরু হয়। তার ফলেই মৃত্যু হয়েছে ৪ জনের।

Advertisement

ভারতীয় সেনা (Indian Army) সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের বাসিন্দারা। নিরাপত্তারক্ষীদের নির্দেশ সত্ত্বেও এলাকা থেকে সরে যেতে রাজি হননি তাঁরা। জোর করে তাঁদের সরাতে গেলেই শুরু হয় গুলিবৃষ্টি। কাংভাই, সোংডো ও আওয়াং লেখাই নামে তিনটি গ্রামে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। তারপরেই এক পুলিশকর্মীর মৃত্যুর খবর মেলে।

[আরও পড়ুন: মৃত্যুর খবর পেয়ে অশান্ত কদম্বগাছিতে রাজ্যপাল, হাসপাতাল জানাল, জীবিত নির্দল সমর্থক]

যদিও মণিপুরের পরিস্থিতি নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে এক নাবালক। সেই সঙ্গে এক পুলিশকর্মীও মারা গিয়েছেন বলে সূত্রের খবর। যদিও কোথায় কে মারা গিয়েছেন, সেই নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি। তবে মণিপুর পুলিশের তরফে শুক্রবার রাতে জানানো হয়, রাজ্যের বেশ কয়েকটি এলাকায় হিংসার খবর মিলেছে। তবে শান্তি ফেরাতে মরিয়া চেষ্টা করছে নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি পুলিশের।  

[আরও পড়ুন: পুরনো বিভেদ ভুলে জন্মদিনে ‘মহারাজা তোমারে সেলাম’, সৌরভকে শুভেচ্ছা কেকেআরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement