shono
Advertisement

Breaking News

চুরি করা গাড়িতেই হাজার কিলোমিটার পাড়ি! চার খুদের কীর্তিতে হতবাক পুলিশ

চার ছিনতাইকারীর বয়স ১০-১৪ বছরের মধ্যে। The post চুরি করা গাড়িতেই হাজার কিলোমিটার পাড়ি! চার খুদের কীর্তিতে হতবাক পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:54 PM Jul 15, 2019Updated: 08:14 AM Jul 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাকাত বললেও কম বলা হবে৷ পুলিশকে রীতিমতো নাকানিচোবানি দিয়ে ঘোরাল অস্ট্রেলিয়ার ৪ খুদে ছিনতাইবাজ৷ বয়স তাদের ১০ থেকে ১৪ বছর৷ কিন্তু পুলিশের ধারণা, এই বয়সেই অপরাধে যেভাবে হাত পাকিয়েছে এরা, তাতে বড়দের অনায়াসে হারিয়ে দিতে পারে৷

Advertisement

[ আরও পড়ুন: আসনে জাঁকিয়ে বসে ট্রেন সফর, দুর্গাপুর-হাওড়ায় নিত্যযাত্রীদের সঙ্গী কে?]

অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটন থেকে গ্রাফটন৷ কমপক্ষে হাজার কিলোমিটার রাস্তা৷ ঠিকঠাক গতিতে গাড়ি চালালে ১১ ঘণ্টার কাছাকাছি সময় লাগে৷ ৪ খুদে সেই ১১ঘণ্টার জার্নিতেই পৌঁছে গেল এক জায়গা থেকে আরেক জায়গা৷ তাদের অন্তহীন পথচলা হয়ত ফুরতো না, যদি না গ্রাফটনের কাছে এসে তারা পুলিশের নজরে পড়ে যেত৷ বছর দশের এক বালিকা, বছর তেরোর দুই কিশোর আর চোদ্দ বছরের এক নাবালক-এই চারজনের একটা দল, যাকে খুদে ডাকাতের দলই বলা চলে৷ এরা ঠিক করে, গাড়ি চড়ে ভ্রমণে বেরিয়ে পড়বে৷ কিন্তু এই বয়সে গাড়ি চালানো শেখা গেলেও, তা চাইলেই তো পাওয়া যায় না৷ তাই উপায় বলতে একমাত্র গাড়ি চুরি করা৷

সেই লক্ষ্যেই একেবারে কোমর বেঁধে তৈরি হতে থাকে তারা৷ একজন তো বাড়িতে একটা চিরকুটই রেখে যায়, যাতে গোটা গোটা অক্ষরে তাদের পরিকল্পনার কথা লেখা ছিল৷ শনিবার রাত থেকে অপারেশনে নামে তারা৷ ব্যাগে টাকাপয়সা এবং আত্মরক্ষার জন্য মাছ ধরার বঁড়শি সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে৷ কুইন্সল্যান্ডের বানানা এলাকা থেকে একটি গাড়ি কার্যত ছিনতাই করে ৪ জন৷ এরপর পেট্রল ভরে৷ এবং অচেনার উদ্দেশে পাড়ি দেয়৷ স্টিয়ারিংয়ে বসে চলে পেরিয়ে যায় প্রায় হাজার কিলোমিটার রাস্তা৷ দেশের প্রায় এপ্রান্ত থেকে ওপ্রান্ত৷

[ আরও পড়ুন: ‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’-এ মাতলেন কিরণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা]

এদিকে, ছিনতাই হওয়া গাড়ির মালিক কুইন্সল্যান্ড পুলিশে অভিযোগ দায়ের করে৷ সেইমতো তদন্তে নামে পুলিশ৷ গাড়িটি ট্র্যাক করতে থাকেন আধিকারিকরা৷টানা একদিন পর রবিবার রাতের দিকে গ্রাফটনে গাড়িটির হদিশ মেলে৷ এই এলাকা আবার নিউ সাউথ ওয়েলসে পুলিশের তত্বাবধানে৷ পুলিশ জানাচ্ছে, গাড়িটি আটকানোর পর তাঁরা দেখেন, ভিতরে ৪ জন কিশোর, কিশোরী৷ তারা কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছে না৷ ইন্সপেক্টর ড্যারেন উইলিয়ামসের কথায়, ‘ওরা ভিতর থেকে গাড়ির দরজা লক করে দিয়েছিল৷ কিছুতেই গাড়ি থেকে নামছিল না৷ আমাদের বাধ্য হয়ে গাড়ির দরজা ভেঙে ওদের বের করে গ্রেপ্তার করতে হয়৷ রকহ্যাম্পটন থেকে গ্রাফটন – এই দীর্ঘ প্রায় ১০০০ কিলোমিটার রাস্তা কে গাড়িটা চালিয়েছিল, তা বোঝা যাচ্ছে না৷ তবে মনে হয়, চারজনই ভাগ ভাগ করে স্টিয়ারিং ধরেছিল৷’ এই চার খুদের এমন দুঃসাহসী কাণ্ডকারখানা রীতিমতো ভাবিয়ে তুলছে তদন্তকারীদের৷ অনেক কিছুই বুঝতে পারছেন না তাঁরা৷ তাই গ্রেপ্তার করলেও, নিজেদের হেফাজতে নিয়ে যত্নেই রাখা হচ্ছে৷ 

The post চুরি করা গাড়িতেই হাজার কিলোমিটার পাড়ি! চার খুদের কীর্তিতে হতবাক পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার