shono
Advertisement

রাশিয়ার কিন্ডারগার্টেন স্কুলে বন্দুকবাজের হামলা, দুই পড়ুয়া-সহ চারজনের মৃত্যু

হামলার পরে আত্মহত্যা করে আততায়ী নিজেও।
Posted: 09:35 AM Apr 27, 2022Updated: 09:35 AM Apr 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার (Russia) কিন্ডারগার্টেন স্কুলে হামলা চালাল বন্দুকবাজ। সেদেশের উলায়নস্ক অঞ্চলের একটি স্কুলে ঢুকে পড়ে গুলি চালায় ওই আততায়ী। তার গুলিতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই পড়ুয়া, এক শিক্ষক। এছাড়াও মৃত্যু হয়েছে হামলাকারী বন্দুকবাজেরও। ভারতীয় সময় মঙ্গলবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে একথা জানা গিয়েছে।

Advertisement

উলায়নস্কের তথ্য বিভাগের প্রধান দিমিত্রি কামাল এএফপিকে ওই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, ”প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি কিন্ডারগার্টেন স্কুলটিতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর ফলে দু’টি শিশু, একজন শিক্ষক ও হামলাকারীর মৃত্যু হয়েছে।”

[আরও পড়ুন: গভীর রাতে দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি, মৃত ২]

তিনি জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। চেষ্টা করা হচ্ছে হামলাকারী সম্পর্কে তথ্য বের করার। যে দুই পড়ুয়া মারা গিয়েছে, তাদের বয়স এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, তাদের বয়স ৩ থেকে ৭-এর মধ্যে। অন্য একটি সূত্র বলছে একটি শিশুর জন্ম ২০১৬ সালে। অন্যজনের ২০১৮ সালে।

সংবাদ সংস্থা টাসের একটি সূত্র বলছে, সম্ভবত গার্হস্থ্য বিবাদ থেকেই এই হামলা। ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, দুপুরের দিকে আচমকাই স্কুলটিতে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। সেই সময় স্কুলের সামনে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। তাই অনায়াসেই সে ভিতরে ঢুকতে পেরেছিল। এরপরই সে গুলি চালাতে শুরু করে। তার গুলিতে দুই পড়ুয়ার মৃত্যু হয়। মারা যান এক শিক্ষকও। একজন শিক্ষক গুরুতর জখম হন। এরপরই ওই বন্দুক মাথায় ঢেকিয়ে গুলি করে আত্মহত্যা করে আততায়ী নিজেও।

[আরও পড়ুন: রাজ্যপালের শর্তে বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে ‘জটিলতা’, তীব্র নিন্দা কুণাল ঘোষের]

উল্লেখ্য, এই ধরনের হামলা আগেও হয়েছে রাশিয়ায়। গত বছরই দু’টি স্কুলের ভিতরে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকেই বন্দুকের মালিকানা পাওয়ার বিষয়টিতে কড়া হয়েছে রাশিয়া। কিন্তু তারপরও মঙ্গলবারের মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement