সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪ ভারতীয়! জানা গিয়েছে, টেক্সাসে তাঁদের এসইউভিতে ধাক্কা মারে একটি বেপরোয়া গতির ট্রাক। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এসইউভিটিতে। গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের। দেহগুলো শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এই দুর্ঘটনাটি গত শুক্রবার ঘটে। মৃতরা হলেন আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শাইক, লোকেশ পালাচারলা এবং দর্শিনী বাসুদেবন। এঁরা প্রত্যেকেই এসইউভিটিতে শেয়ারে যাচ্ছিলেন। ওরামপতি ও তাঁর বন্ধু শাইক ডালাসে এক পরিচিতের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। লোকেশের গন্তব্য ছিল বেন্টনভিল। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। দর্শিনী টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। সেখানেই কর্মরত ছিলেন। মামার সঙ্গে দেখা করতে বেন্টনভিলে যাচ্ছিলেন দর্শিনী। কিন্তু নিয়তি সকলকে এক জায়গায় নিয়ে আসে। যে অ্যাপের মাধ্যমে সকলে এসইউভিটি ভাড়া করেছিলেন, সেই অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে টেক্সাস পুলিশ। সেখান থেকে মৃতদের পরিচয় জানা যায়। কিন্তু গাড়ির ভিতরে দেহগুলো পুড়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ফলে হাড় সংগ্রহ করে প্রায় এক সপ্তাহের কাছাকাছি ডিএনএ-র প্রক্রিয়া চলছে।
[আরও পড়ুন: হাতকড়া নয়, লাল কার্পেট! গ্রেপ্তারির সম্ভাবনা উড়িয়ে পুতিনকে সাদর অভ্যর্থনা মঙ্গোলিয়ায়]
এই মর্মান্তিক ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, ওই ৪ জন আরকানসাসের বেন্টনভিলে যাচ্ছিলেন। পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি দ্রুত গতির ট্রাক। সংঘর্ষে গাড়িটিতে আগুন ধরে যায়। কেউই আর বাইরে বেরনোর সুযোগ পাননি। গাড়িতে ভিতরেই সকলের মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। ওরামপতি ও শাইক ছিলেন হায়দরাবাদের বাসিন্দা। দর্শিনী তামিলনাড়ু থেকে পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছিলেন। এই ঘটনার পর মেয়ের খোঁজ পেতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের দ্বারস্থ হয়েছেন দর্শিনীর বাবা।