shono
Advertisement
Sydney

এলোপাথাড়ি ছুরির কোপ, গুলিবৃষ্টি, উন্মত্ত যুবকের হামলায় সিডনিতে মৃত অন্তত ৬!

হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
Posted: 01:42 PM Apr 13, 2024Updated: 03:56 PM Apr 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্মত্ত যুবকের হামলায় রক্তাক্ত অস্ট্রেলিয়া! সিডনির এক শপিংমলে ঢুকে মানুষদের এলোপাথারি ছুরির কোপ মারতে থাকে এক হামলাকারী। চলে গুলিবৃষ্টিও। ভয়ংকর এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। আহত বহু। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পর শয়ে শয়ে মানুষকে বন্ডি সৈকতের কাছে ওয়েস্টফিল্ড বন্ডি জংশন থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার দুপুরে ব্যস্ত সময়ে বন্ডির শপিং মলটিতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেসময়ই এক যুবক ছুরি বের এলোপাথাড়ি কোপাতে থাকে মানুষজনদের। একটা সময় ব্যাগ থেকে বন্দুক বের করে গুলিও চালাতে শুরু করে। হামলাকারী যাকে সামনে পেয়েছিল তার উপরেই হামলা চালিয়েছিল। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা মল। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। উপস্থিত সকলকে বের করে মলটি খালি করে দেওয়া হয়। জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, মলটি খালি করার পর হামলাকারীকে ধরতে অভিযান চালায় পুলিশ। ওই যুবককে বাগে আনতে গুলি চালায় পুলিশবাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয় হামলাকারীর। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনার পর সতর্কতা হিসাবে বন্ডি থেকে শয়ে শয়ে মানুষকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।

ভয়ংকর এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী এলি উইলিয়ামস জানিয়েছেন, "আমি তখন মলের উপরে ফ্লোরে একটি রেস্তরাঁয় বসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে এসে দেখি মানুষ এদিক ওদিক ছুটছেন। আর কালো হুডি পরা এক যুবক উন্মত্তের মতো ছুরি নিয়ে ধাওয়া ধরছে। সামনে থাকা মানুষদের ছুরি দিয়ে কোপাচ্ছে। তার পর ব্যাগ থেকে বন্দুক বের করে গুলিও চালাতে শুরু করে।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ার একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার দুপুরে ব্যস্ত সময়ে বন্ডির শপিং মলটিতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
  • সেসময়ই এক যুবক ছুরি বের এলোপাথাড়ি কোপাতে থাকে মানুষজনদের। একটা সময় ব্যাগ থেকে বন্দুক বের করে গুলিও চালাতে শুরু করে।
  • মলটি খালি করার পর হামলাকারীকে ধরতে অভিযান চালায় পুলিশ। ওই যুবককে বাগে আনতে গুলি চালায় পুলিশবাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয় হামলাকারীর।
Advertisement