কৃষ্ণকুমার দাস: নতুন মিডিয়া কমিটি গঠন ঘোষণা করল তৃণমূল। সোমবার দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি কমিটির ৪ সদস্যের নাম ঘোষণা করেন। কমিটিতে রয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। কী কাজ করবে এই কমিটি?
দলীয় সূত্রে খবর, যে কোনও ইস্যুতে দলের মতামত সংবাদমাধ্য়মের কাছে তুলে ধরবেন শুধুমাত্র এই কমিটির চার সদস্য। এক্ষেত্রে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁরা যোগাযোগ রেখে, তাঁদের গাইডলাইন মেনে দলীয় বক্তব্য় তৈরি করবেন। সংবাদমাধ্যমের সঙ্গে দলের তরফে কথাও বলবেন কেবলমাত্র চন্দ্রিমা-অরূপ-জয়প্রকাশ-কুণাল।
[আরও পড়ুন: ওজন ঠিক রাখা উচিত ছিল ভিনেশেরই, ২৪ পাতার রিপোর্টে জানিয়ে দিল ক্রীড়া আদালত]
এছাড়া প্রতিদিন বিভিন্ন টিভি চ্যানেলের টক শো-তে কোন কোন দলীয় নেতা যাবেন, কী বক্তব্য রাখবেন তা-ও ঠিক করবে এই চার সদস্যের নতুন এই মিডিয়া কমিটি। সংবাদমাধ্যমের সঙ্গে তৃণমূলের তরফে সম্বন্বয় রাখার কাজও করবে এই কমিটি। দলের তরফে সুব্রত বক্সি চার সদস্যের নাম ঘোষণা করে এই তথ্য জানান।