shono
Advertisement

স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার, রইল আবেদনের পদ্ধতি

আগামী ১৯ ফেব্রুয়ারি রাত আটটা পর্যন্ত করা যাবে আবেদন৷ The post স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার, রইল আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Feb 11, 2019Updated: 08:43 PM Feb 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ ৪৪টি শাখায় মোট ৪০২ জন কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর৷ www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়েই আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে৷ আগামী ১৯ ফেব্রুয়ারি রাত আটটা পর্যন্ত এই শূন্যপদগুলির জন্য অনলাইনে আবেদন করা যাবে৷

Advertisement

      আবেদনকারীর যোগ্যতা:

  • কোনও স্বীকৃত এমবিবিএস ডিগ্রি-সহ রাজ্য বা ভারতীয় মেডিক্যাল শাখায় মেডিক্যাল ডিগ্রি থাকতে হবে৷
  • সুপার স্পেশ্যালিটির ক্ষেত্রে পোস্ট ডক্টরাল ডিগ্রি থাকলে ওই আবেদনকারীকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
  • জাতীয় স্তরে বা কোনও শিক্ষা প্রতিষ্ঠানের জার্নালে আবেদনকারীর লেখা প্রকাশিত হয়ে থাকলে তিনি অগ্রগণ্য৷
  • গ্রামাঞ্চলে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ওই প্রার্থীকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
  • ভারতীয় বা যে কোনও রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিষ্ট্রেশন থাকতে হবে।

[মাধ্যমিক পাশ হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?]

আবেদনকারীর বয়স:
১ জানুযায়ী ২০১৯ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির আবেদনকারীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন৷ আবেদনের পর গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেম বা জিআরপিএসের মাধ্যমে ২১০টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে যদিও আবেদনের জন্য ফি লাগবে না৷ আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত। একাধিক আবেদন করলে তা বাতিল হতে পারে। আবেদনের সময় মেডিক্যাল ডিগ্রি সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।

[রাজ্য পরিবহণ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

বেতন:
মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা৷ সঙ্গে গ্রেড পে ৫৪০০টাকা ও অন্যান্য ভাতা। পদগুলি প্রাথমিকভাবে অস্থায়ী হলেও পরে স্থায়ী হতে পারে।

The post স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার, রইল আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement