সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ডিসেম্বরেই ফিরে এল ১৪ বছর আগের সেই ভয়ংকর স্মৃতি৷ শনিবার রাত ৯টা ৪০ মিনিটে ইন্দোনেশিয়ার মাটিতে আবারও আছড়ে পড়ল ভয়াবহ সুনামি৷ সূত্রের খবর, প্রথমে দক্ষিণ সুমাত্রার সুন্দা উপকূলে আঘাত করে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস৷ এরপর জাভা উপকূলেও আছড়ে পড়ে বড় বড় ঢেউ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২ জনের, গুরুতর জখম ৬০০ জনেরও বেশি৷ ঘরছাড়া বহু মানুষ৷ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বহু বাড়ি জলের তলায় চলে গিয়েছে৷ অনেক অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷
[সেনা প্রত্যাহার ইস্যুতে ট্রাম্পকে সমর্থন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটের]
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হঠাৎ এই প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামির কারণ হল ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির জেগে ওঠা৷ জানা গিয়েছে, এই আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে৷ অনুমান, মাটির তলায় যে প্লেটগুলি থাকে, অগ্ন্যুৎপাতের ফলে সম্ভবত সেখানে কোনও চাপের সৃষ্টি হয়েছে বা চিড় ধরেছে৷ সেই কারণেই সুনামি আছড়ে পড়েছে সুমাত্রা ও জাভা উপকূলে৷ সুনামি বিধ্বস্তদের সাহায্যার্থে ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে ইন্দোনেশিয়া সরকারের বিপর্যয় মোকাবিলা দল৷ বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে, এখনও অনেক স্থানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না৷ দুর্গতদের সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে সেদেশের সরকার৷
[মেক্সিকো সীমান্তে প্রাচীর নিয়ে বিবাদ, বন্ধ মার্কিন কোষাগার]
চলতি বছরের সেপ্টেম্বর মাসেও ভূমিকম্প ও সুনামির সম্মুখীন হয়েছিল ইন্দোনেশিয়া৷ সেবারও মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের৷ ইন্দোনেশিয়ার উপরে বারবার প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ার কারণ হল, সেদেশের অবস্থান৷ ভূতত্ত্ববিদদের মতে, ভূমিকম্প ও সুনামিপ্রবণ অঞ্চলের মধ্যে অবস্থান করছে ইন্দোনেশিয়া৷ ফলে বারবারই এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয় তাঁদের৷
The post সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.