shono
Advertisement

নিয়ন্ত্রণ হারাল ট্রাক, একের পর এক গাড়ি, বাইকে ধাক্কা, কেনিয়ায় ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত ৪৮

আহত কমপক্ষে ৩০ জন।
Posted: 07:59 PM Jul 01, 2023Updated: 07:59 PM Jul 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) কেনিয়ায় (Kenya)। শুক্রবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি এবং বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। তাতেই পিষে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে, জানিয়েছে প্রশাসন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেরিচো এবং নাকুরুর মাঝে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ি ও বাইকে ধাক্কা মারে। সেই অভিঘাত এতটাই ছিল যে গাড়িগুলি তালগোল পাকিয়ে পালটি খেতে থাকে। দুমড়েমুচড়ে যাওয়া বেশ কয়েকটি গাড়ির ভিতরে অনেকে আটকে ছিলেন দীর্ঘক্ষণ। গ্যাস কাটার দিয়ে গাড়ির ইস্পাতের পাত কেটে তাঁদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪৮ জনের। আহত কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

[আরও পড়ুন: চারদিন পরেও ১৭ বছরের কিশোরের মৃত্যুতে জ্বলছে ফ্রান্স, কে এই নাহেল?]

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাকটি বেশ কিছুটা রাস্তা ধরে এলোপাথাড়ি ধাক্কা মারতে মারতে এগোয়। বাস, চারচাকা গাড়ি, বাইক কিছুই বাদ পড়েনি। ধাক্কা লেগে বাসগুলি উলটে যায়। দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানেও দেখা গিয়েছে, ট্রাকের ধাক্কায় পালটি খাচ্ছে একাধিক গাড়ি। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

[আরও পড়ুন: নিউ ইয়র্কের রাস্তায় ঝাঁকে ঝাঁকে ‘রহস্যময়’ পোকা! নাজেহাল মার্কিন জনতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement