shono
Advertisement
Ladakh

লাদাখে নদী পারাপারের সময় হড়পা বানে ভেসে সলিল সমাধি ৫ জওয়ানের

শুক্রবার গভীর রাতে লাদাখের নিওমা-চুশল অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নদী পেরোচ্ছিলেন পাঁচ জওয়ান। টি-৭২ ট্যাঙ্কে ছিলেন তাঁরা। আচমকাই হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে যায় সকলকে।
Published By: Biswadip DeyPosted: 12:25 PM Jun 29, 2024Updated: 12:26 PM Jun 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখে (Ladakh) প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নদী পারাপারের সময় ভেসে গেলেন পাঁচ জওয়ান! টি-৭২ ট্যাঙ্ক-সহ তাঁরা ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশাল মিডিয়ায় জানিয়েছেন, মৃত্যু হয়েছে তাঁদের সকলেরই। ওই জওয়ানদের মধ্যে ৪ জন জওয়ান এবং একজন জুনিয়র কমিশনড অফিসার।

Advertisement

ঠিক কী হয়েছিল? শুক্রবার গভীর রাতে লাদাখের নিওমা-চুশল অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নদী পেরোচ্ছিলেন পাঁচ জওয়ান। টি-৭২ ট্যাঙ্কে ছিলেন তাঁরা। আচমকাই হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে যায় সকলকে। মুহূর্তে অদৃশ্য যান তাঁরা। তাঁদের সন্ধানে শুরু হয় তল্লাশি। অবশেষে মিলল তাঁদের মৃত্যু সংবাদ।

[আরও পড়ুন: ১৫ মিনিটে পুড়ে খাক! রংয়ের দাহ্য তরলে ভয়াবহ রূপ নেয় হলং বাংলোর আগুন?]

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডলে শোক সংবাদ জানিয়ে লিখেছেন, 'লাদাখে একটি নদী পার হওয়ার সময় এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারানোয় গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনওই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে দেশ তাদের পাশে রয়েছে।'

গত বছর একই রকম এক দুর্ঘটনা ঘটেছিল এই এলাকায়। এক জুনিয়র কমিশনড অফিসার-সহ ৯ জন জওয়ানকে নিয়ে একটি সেনা ট্রাক পড়ে যায় খাদে। মারা যান সকলেই।

[আরও পড়ুন: বার্বাডোজে বিশ্বকাপ ফাইনাল, একনজরে ভারত ও দক্ষিণ আফ্রিকার শক্তি-দুর্বলতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নদী পারাপারের সময় ভেসে গেলেন পাঁচ জওয়ান!
  • টি-৭২ ট্যাঙ্ক-সহ তাঁরা ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে।
  • প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশাল মিডিয়ায় জানিয়েছেন, মৃত্যু হয়েছে তাঁদের সকলেরই।
Advertisement