নন্দন দত্ত, সিউড়ি: ফের বিষ খাইয়ে সারমেয় খুনের অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমের (Birbhum) সিউড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব পশুপ্রেমী সংগঠনগুলি।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। এদিন সিউড়ির টিনবাজার এলাকায় একে একে পাঁচটি সারমেয়কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতপ্রাণীগুলিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে সিউড়ি থানার পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু হয় সারমেয়গুলির? এলাকাবাসীর একাংশ ও পশুপ্রেমী সংগঠনের কর্তাদের দাবি, কেউ পরিকল্পনা করে খাবারে বিষ মিশিয়ে হত্যা করেছে সারমেয়গুলিকে। প্রতিবাদে সরব হয়েছেন সকলে।
[আরও পড়ুন: পাখির চোখ লোকসভা, পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে আজ কালীঘাটে বৈঠক মমতার]
প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় সারমেয় হত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি বীরভূমে। তবে কারণ অজানা।