মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। ছয়ঘণ্টার অপারেশনে নিকেশ তিন জঙ্গি। তাদের একজন হিজবুল মুজাহিদিন ও একজন জইশ-ই-মহম্মদের সদস্য ছিল। আরেকজনের পরিচয়া জানা যায়নি।রবিবার সকাল থেকে গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের সোপিয়ান। এই এলাকায় জঙ্গিরা গা-ঢাকা দিয়ে রয়েছে খবর পেয়ে অভিযানে নামে সিআরপিএফ, ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদিরা। পালটা গুলি চালায় যৌথাহিনীও। শেষ পাওয়া খবর অনুযায়ী দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার রেবান এলাকা। আরও সন্ত্রাসবাদি এই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের খোঁজে চিরুণি তল্লাশি শুরু হয়েছে।
সূত্রের খবর, যৌথবাহিনী খবর পায় সোপিয়ানে গা-ঢাকা দিয়েছে কয়েকজন জঙ্গি। সেই সূত্র ধরেই অভিযান চালায় তাঁরা। সেনার তরফে জানানো হয়েছে, অন্তত ২ থেকে ৩ জন জঙ্গি সোপিয়ানের রেবান এলাকায় লুকিয়ে রয়েছে। তাদের ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা। আত্মগোপন করে থাকা সন্ত্রাসবাদিদের আত্মসমর্পন করতে নির্দেশ দেয় যৌথবাহিনী। কিন্তু তাতে কর্ণপাত করেনি ওই জঙ্গিরা। বরং এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। জবাব দেয় নিরাপত্তরক্ষীরা। এদিকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চলছে নজরদারি।স্থানীয়দের কথায়, মাধেমধ্যেই গুলির শব্দ কানে আসছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও আধাসেনার জওয়ানরা।
[আরও পড়ুন : সোমবার থেকে খুলছে দিল্লির রেস্তরাঁ-ধর্মীয় স্থান, হাসপাতালে ভরতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেজরিওয়ালের]
করোনা ভাইরাসের আবহেও সন্ত্রাসের কবল থেকে মুক্তি পায়নি কাশ্মীরের বিভিন্ন এলাকা। কখনও যৌথবাহিনীকে লক্ষ্য করে হামলা চলেছে। আবার কখনও সন্ত্রাসবাদিদের ধরতে পালটা অভিযান। গুলি-বোমার শব্দে কেঁপে উঠেছে কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। আবার সীমান্ত বরাবর অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। এলওসি বরাবর অনুপ্রবেশের চেষ্টা করেছে জঙ্গিরা। কুলগাম, পুলওয়াম, শ্রীনগর, সোপিয়ানে-গুলির লড়াই চলেছে সর্বত্রই। রবিবাসরীয় সকালেও তার অন্যথা হল না।
[আরও পড়ুন : ‘আলোচনার মাধ্যমেই মিটবে ভারত-চিন সমস্যা’, যুদ্ধের আশঙ্কা উড়িয়ে বিবৃতি বিদেশমন্ত্রকের]
দেখুন ভিডিও:
The post ছ’ঘণ্টার অভিযানে কাশ্মীরে খতম পাঁচ জঙ্গি, বাকিদের খোঁজে শুরু তল্লাশি appeared first on Sangbad Pratidin.