সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকের বিরুদ্ধে তদন্তে আর এক কেন্দ্রীয় এজেন্সি। শিমলায় দুর্নীতির অভিযোগে বিদ্ধ ইডি অফিসারের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই অভিযানে রীতিমতো টাকার পাহাড় উদ্ধার হল।
বছর তিনেক আগে হিমাচল প্রদেশের শিমলার অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর পদমর্যাদার এক ইডি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআইয়ের চণ্ডীগড়ের দপ্তরে সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর দায়ের হয় ওই ইডি আধিকারিক এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে। সেই অভিযোগেই শিমলার বাসিন্দা ওই ইডি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই।
শুক্রবার ওই ইডি কর্তার শিমলার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় সিবিআই। সব মিলিয়ে প্রায় ১ কোটি ১৪ লক্ষ টাকা তাঁর বাড়ি এবং দপ্তর থেকে উদ্ধার হয়েছে। প্রথম দফার তল্লাশিতে পাওয়া গিয়েছিল ৫৪ লক্ষ টাকা। ঘুষ হিসাবে যা তিনি নিয়েছিলেন বলে দাবি। দ্বিতীয় দফায় আরও ৫৬ লক্ষ টাকারও বেশি উদ্ধার হয়েছে। ওই আধিকারিক এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে বিপুল টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। ওই ইডি আধিকারিক পলাতক। তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে সিবিআই।
দেশের এক নম্বর আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ইডিকে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করছে। তাতে এমনিতেই ইডির বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে। এবার ইডির আধিকারিকের বিরুদ্ধে যেভাবে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল, এবার যেভাবে তাঁর বাড়িতে হানা দিয়ে সিবিআই নগদ উদ্ধার করল তাতে ইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন উঠে যাবে তাতে সংশয় নেই। যদিও ব্যক্তিবিশেষের দুর্নীতির দায় গোটা সংস্থার উপর চাপানো ঠিক নয়।