সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনার (Corona) সংক্রমণ। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। বুধবার মোট ৫ হাজার ৩৩৫ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। প্রসঙ্গত, মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৪৩৫। অর্থাৎ একদিনের মধ্যেই এক হাজার বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে খবর। বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ হাজার ৫৮৭।
জানা গিয়েছে, করোনা আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। আট হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন সেরাজ্যে। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বরের পর এই প্রথম ৫ হাজারের গণ্ডি পেরল একদিনে করোনা (Covid 19) আক্রান্তের সংখ্যা। একদিনের মধ্যেই ২০ শতাংশ বেড়ে গিয়েছে করোনা সংক্রমণের হার।
[আরও পড়ুন: ‘আপনি আমায় ভুল প্রমাণ করেছেন’ মোদির সঙ্গে আলাপচারিতায় আবেগে ভাসলেন পদ্মশ্রী শিল্পী]
ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তারপরই প্রশ্ন ওঠে, তবে কি ফের ফিরতে চলেছে মাস্ক? যদিও এখনও তা বাধ্যতামূলক হয়নি। তবে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীরা ভিড়ের মধ্যে থাকলে অবশ্য তাঁদের মাস্ক পরতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংও বলেন, বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে কেন্দ্রের তরফে বিমানযাত্রার সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।