shono
Advertisement

Breaking News

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় বিপুল কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণি পাশেরাও করতে পারবেন আবেদন

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
Posted: 09:31 PM Jun 06, 2022Updated: 09:31 PM Jun 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? সরকারি চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation Of India)। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, জম্মু, হিমাচল প্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ডেই কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ২, গ্রুপ ৩, গ্রুপ ৪ পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী মাসেই।

Advertisement

আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা:
অষ্টম, নবম, দশম শ্রেণি পাশ এবং স্নাতক হলেই আবেদনকারীকে নিয়োগ করা হবে।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা fci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আগ্রহীদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে নজর রাখতে হবে। সেখানে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে।

প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা, নথি যাচাইয়ের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

fci.gov.in এই ওয়েবসাইটে আগ্রহীদের অবশ্যই নজর রাখতে হবে।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশেই মিলতে পারে আদালতে চাকরি, জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement