shono
Advertisement

শীঘ্রই ভারতে 5G স্মার্টফোন আনছে এই দুই সংস্থা

প্রতিবেদনে রইল বিস্তারিত তথ্য৷ The post শীঘ্রই ভারতে 5G স্মার্টফোন আনছে এই দুই সংস্থা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:53 PM Mar 08, 2019Updated: 04:53 PM Mar 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টু জি বা থ্রি জি-র যুগ অতিক্রান্ত, ফোর জি চলছে৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে তাও হারিয়ে যাবে৷ আর সেই স্থান দখল করতে শীঘ্রই ভারতের আসতে চলেছে 5G স্মার্টফোন৷ সূত্রের খবর, চলতি বছরের এপ্রিলেই ভারতের আসছে নয়া 5G স্মার্টফোন৷ তাও আবার একটা নয়, দু’টো সংস্থার হাত ধরে৷

Advertisement

[পুরুষের থেকে মহিলাদের বেশি মাইনে দিচ্ছে গুগল, কেন?]

জানা গিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে তাঁদের প্রথম 5G স্মার্টফোন গ্যালাক্সি এস১০ বাজারে আনতে চলেছে স্যামসং৷ ওই একই সময়ে 5G পরিষেবা যুক্ত স্মার্টফোন V50 ThinQ আনতে চলেছে এলজি-ও৷ গতমাসেই সান ফ্রান্সিসকো ও লন্ডনে আত্মপ্রকাশ করেছে গ্যালাক্সি এস১০৷ শুরুতেই গ্রাহকদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে ফোনটি৷ সংস্থার আশা ভারতেও এর অন্যথা হবে না৷

[বন্ধ IRCTC-র অনলাইন টিকিট বুকিং ও বাতিল পরিষেবা]

গত মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে V50 ThinQ ফোনটি প্রথম সকলের সামনে নিয়ে আসে এলজি৷ ফোনে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ৬.৪ ইঞ্চি ডিসপ্লে। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে মোট পাঁচটি ক্যামেরা। তিনটি প্রাইমারি ক্যামেরা ও দুটি ফ্রন্ট ক্যামেরা৷ উভয় দিকের ক্যামেরাতেই রয়েছে ওয়াইড লেন্স। ৩৫০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোনটিতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ও টাইপ সি ইউএসবি। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম।

The post শীঘ্রই ভারতে 5G স্মার্টফোন আনছে এই দুই সংস্থা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement