সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টু জি বা থ্রি জি-র যুগ অতিক্রান্ত, ফোর জি চলছে৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে তাও হারিয়ে যাবে৷ আর সেই স্থান দখল করতে শীঘ্রই ভারতের আসতে চলেছে 5G স্মার্টফোন৷ সূত্রের খবর, চলতি বছরের এপ্রিলেই ভারতের আসছে নয়া 5G স্মার্টফোন৷ তাও আবার একটা নয়, দু’টো সংস্থার হাত ধরে৷
[পুরুষের থেকে মহিলাদের বেশি মাইনে দিচ্ছে গুগল, কেন?]
জানা গিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে তাঁদের প্রথম 5G স্মার্টফোন গ্যালাক্সি এস১০ বাজারে আনতে চলেছে স্যামসং৷ ওই একই সময়ে 5G পরিষেবা যুক্ত স্মার্টফোন V50 ThinQ আনতে চলেছে এলজি-ও৷ গতমাসেই সান ফ্রান্সিসকো ও লন্ডনে আত্মপ্রকাশ করেছে গ্যালাক্সি এস১০৷ শুরুতেই গ্রাহকদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে ফোনটি৷ সংস্থার আশা ভারতেও এর অন্যথা হবে না৷
[বন্ধ IRCTC-র অনলাইন টিকিট বুকিং ও বাতিল পরিষেবা]
গত মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে V50 ThinQ ফোনটি প্রথম সকলের সামনে নিয়ে আসে এলজি৷ ফোনে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ৬.৪ ইঞ্চি ডিসপ্লে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে মোট পাঁচটি ক্যামেরা। তিনটি প্রাইমারি ক্যামেরা ও দুটি ফ্রন্ট ক্যামেরা৷ উভয় দিকের ক্যামেরাতেই রয়েছে ওয়াইড লেন্স। ৩৫০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোনটিতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ও টাইপ সি ইউএসবি। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম।
The post শীঘ্রই ভারতে 5G স্মার্টফোন আনছে এই দুই সংস্থা appeared first on Sangbad Pratidin.