shono
Advertisement
Shalimar Station

ভিনরাজ্য থেকে বাংলায় মোবাইল পাচার! ইস্টকোষ্ট এক্সপ্রেস থেকে গ্রেপ্তার দম্পতি, উদ্ধার ৩০২টি ফোন

ওই দম্পতির কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ লক্ষ ৯১ হাজার নগদ টাকা নগদও।
Published By: Subhajit MandalPosted: 08:37 PM Nov 26, 2024Updated: 10:12 PM Nov 26, 2024

সুব্রত বিশ্বাস: সেকেন্দ্রাবাদ থেকে কলকাতায় চোরাই মোবাইল পাচারের চেষ্টায় গ্রেপ্তার দম্পতি।  হাওড়াগামী ইস্টকোষ্ট এক্সপ্রেস থেকে তাদের গ্রেপ্তার করে আরপিএফ। চোরাই মোবাইল হস্তান্তর করতে আসা আরও চারজনকে গ্রেপ্তার করেছে আরপিএফ। আটক করেছে একটি মারুতি আর্টিগা গাড়িও।

Advertisement

ট্রেনে সেকেন্দ্রাবাদ থেকে শালিমার আসছিল কুলি ভানো ও তার স্ত্রী ছটুপাট্টি মহালক্ষ্মী। তাদের কাছের ব‌্যাগে ছিল ৩০২টি অ‌্যন্ড্রোয়েড ফোন। আরপিএফের সন্দেহ হওয়ায় তাদের ব‌্যাগ তল্লাশি শুরু করে। বেরিয়ে আসে চোরাই মোবাইলগুলি। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে আরপিএফ জানাতে পারে মোবাইলগুলি চুরির। হস্তান্তর করতে শালিমার স্টেশন কলকাতার চারজন অপেক্ষা করছে। দম্পতিকে গ্রেপ্তারের পাশাপাশি ওই চারজনকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থেকে একটি গাড়িও আটক করেছে। উদ্ধার হয়েছে ৩ লক্ষ ৯১ হাজার নগদ টাকা।

সাম্প্রতিক অতীতে দেখা যাচ্ছে আন্তঃরাজ্য পাচার চক্রের মাধ্যম হয়ে উঠছে শালিমার স্টেশন। দিন কয়েক আগে এই শালিমার স্টেশন থেকেই আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পান্ডাদের গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে চক্রের দুই মাথাকে গ্রেপ্তার করে সিআইডি। অভিযুক্তদের কাছ থেকে দুদিনের এক শিশুকন্যাও উদ্ধার হয়। তার পরই এই মোবাইল পাচার চক্রে শালিমার স্টেশনের যোগ পাওয়া গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেকেন্দ্রাবাদ থেকে কলকাতায় চোরাই মোবাইল পাচারের চেষ্টায় গ্রেপ্তার দম্পতি। 
  • হাওড়াগামী ইস্টকোষ্ট এক্সপ্রেস থেকে তাদের গ্রেপ্তার করে আরপিএফ।
  • চোরাই মোবাইল হস্তান্তর করতে আসা আরও চারজনকে গ্রেপ্তার করেছে আরপিএফ।
Advertisement