shono
Advertisement

‘কাকুটা লাল জামা পরে ছিল’! নির্যাতিতা শিশুর বয়ানেই পুলিশের জালে ধর্ষক

স্কুলের মধ্যেই লালসার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী৷ The post ‘কাকুটা লাল জামা পরে ছিল’! নির্যাতিতা শিশুর বয়ানেই পুলিশের জালে ধর্ষক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM Aug 10, 2018Updated: 03:46 PM Aug 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল জামা পরা স্কুলের কাকু আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে’ ধর্ষণে অভিযুক্তকে চিহ্নিত করতে পুলিশকে এইটুকুই সূত্র দেয় ছ’বছরের শিশুটি৷ আর সেই সূত্র ধরেই কার্যত গর্ত থেকে অভিযুক্তকে টেনে বের করল পুলিশ৷ অভিযুক্ত ওই স্কুলেরই এক ইলেকট্রিশিয়ান৷ ইতিমধ্যেই তার বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ দোষীর কড়া শাস্তির দাবি তুলেছে শিশুটির পরিবার৷

Advertisement

[ট্রেনের সামনে কিকি চ্যালেঞ্জ! স্টেশন সাফাইয়ের শাস্তি তিন যুবককে]

গত বুধবার ঘটনাটি ঘটছে দিল্লির গোলে মার্কেট এলাকার একটি স্কুলে৷ জানা গিয়েছে, ছুটির পর বাসের অপেক্ষায় স্কুলের মধ্যেই বসে থাকে দ্বিতীয় শ্রেণির ওই শিশুটি৷ তখনই তাকে চকোলেটের টোপ দিয়ে স্কুলের পাম্প ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত৷ সেখানেই তার উপরে যৌন অত্যাচার চালায় সে৷ জানাজানি হওয়ার ভয়ে, শিশুটিকে মুখ বন্ধ রাখারও হুমকি দেয়৷ ভয় দেখায়৷ শিশুটির মা জানিয়েছেন, মেয়ে বাড়ি ফিরলে জামার নিচের অংশে রক্তের দাগ দেখতে পান৷ তখনই সন্দেহ হয় তাঁর৷ সমস্ত বিষয়টি জানতে চান মেয়ের কাছ৷ মায়ের সামনে কার্যত ভেঙে পড়ে ওই একরত্তি শিশুটি৷ জানায়, লালা জামা পড়া স্কুলের এক কাকু তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে৷

[মুসলিমকে বিয়ে, বাঙালি মহিলার শ্রাদ্ধের অনুমতি দিল না দিল্লির কালীমন্দির]

জানা গিয়েছে, মেয়ের মুখ একটুকু শোনার পর আর সময় নষ্ট করেনি শিশুটির অভিভাবক৷ দ্বারস্থ হয় স্থানীয় কাউন্সিলরের৷ তাঁকেও জানায় সমস্ত ঘটনা৷ এরপর ওই কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তাঁরা যান পুলিশের কাছে৷ পুলিশের সামনেও অভিযুক্ত সম্পর্কে কেবল ওইটুকু সূত্রই দিতে পারে মেয়েটি৷ এর ভিত্তিতেই দায়ের হয় অভিযোগ৷ এরপর অভিযুক্তের খোঁজ শুরু করেন পুলিশ অফিসাররা৷ লাল জামার সূত্র ধরেই বৃহস্পতিবার খোঁজ মেলে অভিযুক্তর৷ ইতিমধ্যে, শিশুটিরও মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷ সূত্রের খবর, তার সঙ্গে ঠিক কি হয়েছে তা পুরোপুরি বুঝতে না পারলেও, মানসিক দিক থেকে ভেঙে পড়েছে সে৷ শুক্রবার, অভিযুক্তকে তোলা হচ্ছে আদালতে৷ তাকে হেফাজতে চাইতে পারে পুলিশ৷

The post ‘কাকুটা লাল জামা পরে ছিল’! নির্যাতিতা শিশুর বয়ানেই পুলিশের জালে ধর্ষক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement