shono
Advertisement

মুরগি ছানাকে বাঁচাতে ১০টাকা নিয়েই হাসপাতালে, খুদের কীর্তি মন কাড়ল নেটিজেনদের

৬ বছরের ছেলেটি নেটদুনিয়ার ‘হিরো’৷ The post মুরগি ছানাকে বাঁচাতে ১০টাকা নিয়েই হাসপাতালে, খুদের কীর্তি মন কাড়ল নেটিজেনদের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Apr 04, 2019Updated: 08:40 PM Apr 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুরাই নাকি ঈশ্বরের নিকটতম প্রতিনিধি৷ তার আত্মা সম্পূর্ণ পবিত্র৷ সমস্ত শুভকাজের যথোপযুক্ত আধার নাকি শিশুমন৷ এমন গল্পকাহিনি তো সকলেই কমবেশি শুনেছেন৷ কিন্তু, মিজোরামের বছর ছয়ের শিশু যা করল, তাতে এসব প্রবাদ নেমে এল বাস্তবের মাটিতে৷

Advertisement

মিজোরামের সাইরাংয়ের বাসিন্দা ডেরেক লালছানহিমা৷ বয়স মাত্র ৬ বছর৷ সাইকেল চালাতে সবে শিখেছে৷ একদিন সাইকেল চালাতে গিয়ে অসাবধানতাবশত প্রতিবেশীর এক মুরগি ছানা পড়ে গিয়েছিল তার সাইকেলের চাকার তলায়৷ অতটুকু ছানা সাইকেলের নিচে পড়লে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় থাকেই না৷ এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি৷ বাঁচেনি প্রতিবেশীর মুরগি ছানা৷ কিন্তু খুদে ডেরেক তা বুঝতে পারেনি৷ সে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে ছোট্ট হাতে পরম মমতায় তুলে নেয় মুরগির ছানাটিকে৷ ছুটে যায় বাড়ির মধ্যে৷ কেঁদেকেটে বাবাকে জানাতে থাকে তার কৃতকর্মের কথা৷ মুরগি ছানাকে দেখে ডেরেকের বাবা বুঝতে পারেন, ছানাটি বেঁচে নেই৷ কিন্তু ছেলের কান্নাকাটি দেখে তিনিও কিছুটা বিহ্বল হয়ে পড়েন৷ বুঝতে পারেন, পাখির ছানার এমন দশা ভীষণ আহত করেছে ৬ বছরের ছোট্ট ছেলেটাকে৷ তিনি ছেলেকে বলেন, মুরগি ছানার চিকিৎসা প্রয়োজন৷

                                                   [ আরও পড়ুন :সত্যিকারের ‘হিরো’, খিদে ভুলে নিজের টাকায় বিড়ালকে খাওয়াল কিশোর]

এটা শুনেই ডেরেক হাতের কাছে থাকা একটি ১০ টাকার নোট তুলে নিয়ে ছুট্টে বেরিয়ে যায়৷ এক হাতে ১০টাকা, আরেক হাতে মুরগি ছোট্ট ছানা৷ এই অবস্থায় যখন হাসপাতালে পৌঁছায় ডেরেক, স্তম্ভিত হন চিকিৎসক, নার্সরাও৷ কী হয়েছে জানতে চান তাঁরা৷ ডেরেক হাঁপাতে হাঁপাতে সবটা বলে৷ এও জানাতে ভোলে না যে, তার সাইকেলের চাকায় আঘাত লেগেছে ছোট্ট মুরগি ছানার৷ একে বাঁচাতেই হবে৷ ৬ বছরের ছেলের এমন সারল্য মন ছুঁয়ে যায় হাসপাতালের সকলের৷ সঙ্গে সঙ্গে ডেরেকের ছবিটি তুলে নেন এক নার্স৷ সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ সঙ্গে সংক্ষিপ্ত কাহিনি৷ ব্যস, দ্রুতগতিতে ছবিটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ খুব দ্রুত নেটিজেনদের সঙ্গে পরিচয় হয় ডেরেকের৷

                                                  [ আরও পড়ুন : নগ্ন শরীরে স্লোগান লিখে পার্লামেন্টে একদল নারী-পুরুষ, ব্যাপারটা কী?]

এখানেই কাহিনির শেষ নয়৷ চিকিৎসকরা যখন ডেরেককে জানান, মুরগিছানাটি মৃত৷ তাঁকে বাঁচিয়ে তোলা সম্ভব নয়, তা মোটেই বিশ্বাস করে না ডেরেক৷ উলটে জানায়, চিকিৎসার জন্য সে আরও টাকা আনবে বাড়ি থেকে৷ যেন মুরগি ছানাকে বাঁচিয়ে দেন ডাক্তার কাকুরা৷ ছেলেকে কিছুতেই প্রকৃত সত্যিটা বিশ্বাস করানো যায় না৷ বেগতিক বুঝে হাসপাতাল থেকে খবর পাঠানো হয় ডেরেকের বাড়িতে৷ ততক্ষণে অবশ্য ছ বছরের সরল, নিষ্পাপ ছেলের কীর্তি মুখে মুখে ছড়িয়ে পড়েছে৷ সকলেই বলছেন, পশুপাখির জন্য এমন দরদ দেখাই যায় না৷ শেষে ডেরেকের বাবা হাসপাতালে পৌঁছে ছেলেকে সত্যিটা বলেন, বিশ্বাস করান৷ বাবার কাছে একথা শুনে ছেলে তো কেঁদেই আকুল৷ সকলেই বলছেন, ডেরেক স্বয়ং ঈশ্বরের দূত৷ তার মধ্যে দিয়েই ঈশ্বর পৃথিবীর সকলের মঙ্গল সাধিত করবেন৷   

The post মুরগি ছানাকে বাঁচাতে ১০টাকা নিয়েই হাসপাতালে, খুদের কীর্তি মন কাড়ল নেটিজেনদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার