shono
Advertisement
Chinsurah

সারা সন্ধে জ্বলল না স্ট্রিট লাইট, আঁধারে ডুবল চুঁচুড়া! কেন?

চরম সমস্যায় এলাকাবাসী।
Published By: Paramita PaulPosted: 12:30 AM Nov 19, 2024Updated: 12:30 AM Nov 19, 2024

সুমন করাতি, হুগলি: আঁধারে ডুবল চুঁচুড়া! সারা সন্ধে জ্বলল না স্ট্রিট লাইট। চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন পাননি বলে অভিযোগ। ফলে রাস্তার ধারের ল্যাম্পপোস্টের আলো জ্বালানোর দায়িত্ব যাদের, তাঁরা এদিন কাজ করেননি। তাই সোমবার সারা সন্ধে রাস্তার আলো জ্বলল না।

Advertisement

গত কয়েক মাস ধরে চুঁচুড়া পুরসভার কর্মচারীদের বেতন অনিয়মিত। এর প্রতিবাদে এদিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে রাখেন কর্মীরা। অবশেষে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার একমাসের বেতন হবে আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে আগামী কালই মহকুমা শাসককে স্মারকলিপি জমা দেবেন মহিলা কর্মীরা।

পুরসভার সি আই সি জয়দেব অধিকারী জানান, "কর্মীরা বেতন পাচ্ছেন না তাই তারা কাজ বন্ধ করে দিচ্ছেন। আশা করি, চেয়ারম্যান কর্মীদের বেতনের ব্যবস্থা করবেন। জরুরি পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। পুরসভার আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না। তাই কী করে পুরসভার আয় বাড়ানো যায় সেটা নিয়ে পর্যালোচনা করা দরকার।"

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "পুর কর্মচারীরা বেতন পাচ্ছেন না সেটা আমাকে জানায়নি। কেন বেতন দেওয়া যাচ্ছে না সেটা চেয়ারম্যানও জানায়নি। তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন। পুরসভার এই অবস্থার কথা উচ্চ নেতৃত্ব জানে, তারা নিশ্চয়ই কোনও ব্যবস্থা নেবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আঁধারে ডুবল চুঁচুড়া!
  • সারা সন্ধে জ্বলল না স্ট্রিট লাইট।
  • চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন পাননি বলে অভিযোগ।
Advertisement