সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে বালুচিন্তানের রাজধানী কোয়েটায় পাকিস্তানি পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমিতে জঙ্গি হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ৬০ জন৷ গুরুতর জখম হয়েছেন প্রায় ১১৭ জন৷ বালুচিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী মীর সারফারাজ বুগতি জানিয়েছেন, পাঁচ-ছ’জন সশস্ত্র জঙ্গি অ্যাকাডেমিতে হামলা চালায়৷
সূত্রের খবর, রাত ১১টা ১০ নাগাদ আচমকা সেন্টারের ভিতর ঢুকে পড়ে জঙ্গিরা৷ সেই সময় প্রায় ২০০ জন শিক্ষানবিশ ওই পুলিশ ট্রেনিং সেন্টারে বিশ্রাম করছিলেন৷ বেশ কয়েকজনকে বন্দিও বানায় জঙ্গিরা৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জঙ্গি হানার ২০ মিনিটের মধ্যেই পুলিশ ও সেনা গিয়ে কোয়েটার ওই সেন্টার ঘিরে ফেলে৷ তারপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই৷ পুলিশের গুলিতে নিহত হয় এক তরুণ জঙ্গি৷ তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ তিনজন আত্মঘাতী বোমায় উড়ে যায়৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি৷ তবে বিশেষ কয়েকটি সূত্র ধরে বালুচিন্তানের সেনা মনে করছে, জঙ্গিরা লস্কর-ই-জঙ্গভির সদস্য৷ এই জঙ্গি সংগঠনের আঁতুড় ঘর পাঞ্জাব প্রদেশে৷ এর আগেও বালুচিস্তানে এরা হামলা চালিয়েছে৷ তবে এবার ঠিক কোন উদ্দেশ্যে এরা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়৷
উল্লেখ্য, গত আগস্ট মাসে কোয়েটার একটি হাসপাতালে আত্মঘাতী বোমায় প্রাণ হারিয়েছিলেন ৭০ জন৷ এদিনের হামলা থেকেও স্পষ্ট, অনেক পরিকল্পনা করেই বালুচিস্তানের পাকিস্তানিদের উপর আক্রমণ করা হয়েছে৷ সোমবারের হামলাকেই বালুচিস্তানের এ বছরের সবচেয়ে হামলা বলে মনে করা হচ্ছে৷
The post বালুচিস্তানে পাক পুলিশ সেন্টারে জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ৬০ appeared first on Sangbad Pratidin.