shono
Advertisement

বাজারে চলছে ৬০০ বেআইনি ঋণপ্রদানকারী অ্যাপ, সতর্ক করল RBI

বেআইনি অ্যাপে প্রতারণার দায় নিতে নারাজ RBI।
Posted: 07:00 PM Jun 14, 2022Updated: 07:01 PM Jun 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণ প্রদানকারী অ্যাপের থেকে ঋণ নিচ্ছেন? সময়-অসময়ে ক্রেডিট কার্ডের (Credit Card) মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে বকেয়া মেটাচ্ছেন? সতর্ক হয়ে যান। কারণ রিজার্ভ ব্যাংক বলছে, বাজার ছেয়ে যাচ্ছে বেআইনি ঋণপ্রদানকারী অ্যাপে। আর এই অ্যাপগুলির বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ প্রতারণার অভিযোগও আসছে। সবচেয়ে চাপের বিষয় হল, এই অ্যাপগুলির মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়ও নেবে না রিজার্ভ ব্যাংক।

Advertisement

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, RBI-এর ওয়েবসাইটে সমস্ত নথিভুক্ত অ্যাপের তালিকা তৈরি করা আছে। এর বাইরে বহু বেআইনি অ্যাপ রমরমিয়ে ব্যবসা করছে। এই অ্যাপগুলি যেহেতু রিজার্ভ ব্যাংকে নথিভুক্ত নয়, তাই এই অ্যাপগুলির বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সোজা পুলিশে জানাতে হবে। রিজার্ভ ব্যাংক সমস্যার সমাধান করতে পারবে না। তবে, RBI-এ নথিভুক্ত কোনও অ্যাপে যদি প্রতারণা হয়, তাহলে ব্যবস্থা নেবে রিজার্ভ ব্যাংক।

[আরও পড়ুন: TMC’র আয়-ব্যয়ের হিসাব চেয়ে আয়কর দপ্তরের নোটিস ‘একপেশে’, খারিজ করল হাই কোর্ট]

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানিয়েছেন, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত শুধু রিজার্ভ ব্যাংকের নথিভুক্ত অ্যাপে ২ হাজার ৫৬২টি অভিযোগ জমা পড়েছে। তবে নথিভুক্ত অ্যাপের বাইরে কত প্রতারণার অভিযোগ উঠেছে তার ইয়ত্তা নেই। রিজার্ভ ব্যাংকের হিসাবে বলছে, গত বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৬০০টি বেআইনি ঋণ প্রদানকারী অ্যাপ সক্রিয় ছিল। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে।

[আরও পড়ুন: ‘৭ মাসে কিছুই হল না’, CBI তদন্তের গতি নিয়ে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়]

তবে স্বস্তির খবর, কীভাবে এই বেআইনি বা নথিভুক্ত নয় এমন অ্যাপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সমাধান করা যায়, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রিজার্ভ ব্যাংক। বিশেষজ্ঞদের পরামর্শ, যতদিন না নথিভুক্ত নয় এমন অ্যাপ নিয়ন্ত্রণের নির্দিষ্ট কোনও গাইডলাইন তৈরি হচ্ছে, ততদিন রিজার্ভ ব্যাংকে নথিভুক্ত অ্যাপের মাধ্যমে লেনদেন করাটাই শ্রেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement