shono
Advertisement

Breaking News

Coronavirus: একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কলকাতা

কমেছে সংক্রমণের হারও।
Posted: 06:16 PM Aug 28, 2021Updated: 06:31 PM Aug 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল রাজ্যের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। বেড়েছিল সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও। শনিবার বদলাল পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। কমল সংক্রমিতের হারও। তবে চিন্তা বাড়িয়ে এদিনও শতাধিক করোনা আক্রান্তের হদিশ মিলল কলকাতায়। চিন্তা বাড়িয়েছে মহানগরের মৃত্যুও। 

Advertisement

শনিবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৮৮ জন। এদিকে সংক্রমণের হার বা পজিটিভিটি হার (Positivity Rate) কমে দাঁড়িয়েছে ১.৬১ শতাংশ। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.২২ শতাংশ।

[আরও পড়ুন: ‘প্রতি বছর মুখ্যমন্ত্রীর দপ্তরে কাজের সুযোগ পাবে পড়ুয়ারা’, TMCP প্রতিষ্ঠা দিবসে নতুন ঘোষণা মমতার]

এদিন সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা (১০৯)। দ্বিতীয় স্থানে রয়েছে  উত্তর ২৪ পরগনা (৭৮)। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং (৫২)। চিন্তা বাড়িয়েছে হুগলি, হাওড়াও। এদিন রাজ্যের মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৪৬ হাজার ৮৯৮ জন। এর মধ্যে চিকিৎসাধীন করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১০৯ জন। 

[আরও পড়ুন: নয়া রেজিস্ট্রেশন সিরিজ ঘোষণা কেন্দ্রের, ভিন রাজ্যে গাড়ি নিয়ে যাতায়াত এখন আরও সুবিধাজনক]

গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন কলকাতা, ৩ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। আরেকজন নদীয়ার বাসিন্দা। সবমিলিয়ে এদিন রাজ্যের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪১৭ জন। 

তবে এমন পরিস্থিতির মাঝে সুস্থতা আশার আলো দেখাচ্ছে। একদিনে রাজ্যে সুস্থ হয়ে উঠেছে ৬৮৮ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে বেশি। ফলে রাজ্যের মোট কোভিডমুক্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ১৯ হাজার ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৮,৯৯,৩১৩ জনের। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪১ হাজার ৪৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement